Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে সুবর্ণজয়ন্তীর সমাবেশে হামলা, বিএনপি ও সহযোগী দলগুলোর বিক্ষোভ

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ৫:০৮ পিএম

বিএনপি আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শান্তিপূর্ণ সমাবেশে হামলা ও সাধারণ নাগরিক হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল বিক্ষোভ ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে মোক্তার পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।

পরে দাদামোড়ের সড়কে জেলা যুবদলের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিজন সরকার, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেলসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ