বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি-জামায়াত ও হেফাজতের সকল নৈরাজ্যের প্রতিবাদে আজ মাঠে অবস্থান করছে সিলেট মহানগর যুবলীগ। শনিবার (২৭ মার্চ) সকাল ১১টায় কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর যুবলীগ। এছাড়া সকালে যুবলীগ নেতাকর্মীরা কোর্ট পয়েন্টে অবস্থান করে এবং বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক পথসভা সভায় মিলিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। পথ সভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, ‘বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবে যুবলীগ। যেখানেই সন্ত্রাস-নৈরাজ্য করা হবে সেখানেই গড়ে তোলা হবে প্রতিরোধ। পথসভায় মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার বলেন, সন্ত্রাসী-জঙ্গির লালন-পালনকারী বিএনপি-জামায়াতকে কোন ধরনের সন্ত্রাস-নৈরাজ্য করতে দেওয়া হবে না। আমরা রাজপথে থেকেই মোকাবিলা করবো তাদের। এসময় উপস্থিত ছিলেন ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।