বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে রবি ও এয়ারটেল মোবাইল ফোনের ৭০০ রেজিস্টার্ড সিম সহ মোঃ শাহজাহান (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছেপুলিশ। শুক্রবার পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায় গ্রেপ্তারকৃত শাহজাহান একসময় তিনি বন্ধ হয়ে যাওয়া সিটিসেল কোম্পানিতে চাকরি করতেন। তার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে প্রযুক্তির অপব্যবহার করে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সিম অভিনব কৌশলে গ্রাহকদেরকে বোকা বানিয়ে রেজিস্টার্ড ও এক্টিভ করে গ্রাহকদের না দিয়ে উচ্চমূল্যে কালোবাজারি, প্রতারক ও অপরাধীদের কাছে দীর্ঘদিন ধরে বিক্রি করতেন। অভিযানে উদ্ধারকৃত রবি ও এয়ারটেলের ৭০০টি মোবাইল সিম বগুড়া থেকে কক্সবাজারস্হ রোহিঙ্গা ক্যাম্পে বিক্রি করার উদ্দেশে কুরিয়ারের মাধ্যমে আনা হয়েছে। এর পেছনে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কেউ সংযুক্ত থাকতে পারে মর্মে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত সিম গুলোর সংগ্রহ প্রক্রিয়া, উৎস ও ক্রেতা-বিক্রেতার পরিচয় উদঘাটন সহ পুরো সিন্ডিকেটের রহস্য উন্মোচনে গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।