Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলার ডুজার নিন্দা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ১২:০০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পেশাগত দায়িত্বপালনরত অবস্থায় দৈনিক প্রথম আলোর রিপোর্টার আসিফ হাওলাদার ও বাংলা ট্রিবিউনের রিপোর্টার আবিদ হাসান রাসেলের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একইসঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার সমিতির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছন।
নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের লেখনিকে বাধাগ্রস্থ করতে হামলা চালানো হচ্ছে। নিরপেক্ষ সাংবাদিকতার টুঁটি চেপে ধরা হচ্ছে। ঢাবি ক্যাম্পাসে দায়িত্বরত অবস্থায় দুইজন রিপোর্টারকে মারধর একই ইঙ্গিত নির্দেশ করে। নেতৃবৃন্দ আরও বলেন, হামলায় সরকারদলীয় ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ জড়িত। প্রাথমিকভাবে ভুক্তভোগী, বিভিন্ন তথ্যচিত্র ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আবাসিক ভবনের ভেতরে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান পিকুল, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সহ-সভাপতি মিলন হোসেনসহ মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। একই দিন বিকেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসির মূল ফটকের সামনে সংবাদ সংগ্রহকালে অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের বিশ^বিদ্যালয় প্রতিনিধি আবিদ হাসান রাসেলকে নির্মমভাবে পেটানোর ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক এস এম রিয়াদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হামজা, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক তানসেন শেখ, বিজয় একাত্তর হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম তামিম, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক কাজী তানভীর আহমেদ অংশ নেয়।
বিবৃতিতে বলা হয়, এই ধরনের উদ্দেশ্যপ্রণেদিত হামলা স্বাধীন সাংবাদিকতায় চরম কুঠারাঘাতের সামিল। ঢাকা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। অন্যথায়, ঢাকা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি দেশের সকল বিশ^বিদ্যালয় সাংবাদিক সংগঠনকে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। এদিকে ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদলসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন।##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা বিশ্ববিদ্যালয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ