Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবিতে দুই সাংবাদিকের উপর হামলা : ডুজার নিন্দা

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৭:৫১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিকের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একইসঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৬ মার্চ) সমিতির দপ্তর সম্পাদক ইসমাইল সোহেলের স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির এ নিন্দা জানান। এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) সংবাদ সংগ্রহের সময় ছাত্রলীগের হামলার শিকার হন 'দৈনিক প্রথম আলো'র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদার এবং 'বাংলা ট্রিবিউনে'র আবিদ হাসান রাসেল।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা নিজের নিরাপত্তার বিষয়টি না ভেবে ক্ষুরধার লেখনির মাধ্যমে নানা ধরনের অসঙ্গতি তুলে ধরেন। কিন্তু সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের লেখনিকে বাধাগ্রস্ত করতে হামলা চালানো হচ্ছে। নিরপেক্ষ সাংবাদিকতার টুঁটি চেপে ধরা হচ্ছে। সাংবাদিক নেতৃবৃন্দ আরও জানান, আমরা জানি, ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফুলার রোডস্থ শিক্ষক কোয়ার্টারে পাকিস্তানি বাহিনী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর নৃশংসভাবে নির্যাতন চালায়। একইভাবে ওই কালো অধ্যায়ের ঠিক পঞ্চাশ বছর পরে এসে ২০২১ সালের ২৫ মার্চ রাতে সেই শিক্ষক কোয়ার্টারের ভেতরেই সাংবাদিকদেরকে বর্বরোচিতভাবে মারধর করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য, হামলায় সরকারদলীয় ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

প্রাথমিকভাবে ভুক্তভোগী, বিভিন্ন তথ্যচিত্র ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আবাসিক ভবনের ভেতরে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান পিকুল, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সহ-সভাপতি মিলন হোসেনসহ মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। হামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক এস এম রিয়াদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হামজা, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক তানসেন শেখ, বিজয় একাত্তর হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম তামিম, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক কাজী তানভীর আহমেদ অংশ নেয়।

এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মনে করে, এই ধরনের উদ্দেশ্যপ্রণেদিত হামলা স্বাধীন সাংবাদিকতায় চরম কুঠারাঘাতের সামিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। অন্যথায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দেশের সকল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনকে নিয়ে কঠোর আন্দোলনে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই সাংবাদিকের উপর হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ