Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে ছাত্রশিবিরের ৩ কর্মী গ্রেফতার

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৭:২৫ পিএম

নাশকতা ঘটনার চেষ্টায় ঝটিকা মিছিল করার সময় এলাকাবাসীর ধাওয়ায় তিন ছাত্রশিবির কর্মী আটক হয়েছে। এ সময় প্রায় শতাধিক শিবির কর্মীরা পালিয়ে যায়। বৃহস্পতিবার (২৫মার্চ/২০২১) দুপুরে নীলফামারী সদরের কচুকাটা এলাকার এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিন শিবিরকর্মীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো এ জেলার জলঢাকা উপজেলার কাঁঠালি দেশীবাই এলাকার কামরুজ্জামান, নুর আমিন ও মারুফ।

এলাকাবাসী জানায়, ২৫ মার্চ দেশের গণহত্যা দিবসে হঠাৎ করে বহিরাগত জামায়াত শিবিরের শতাধিক ব্যাক্তি জেলা সড়কের কচুকাটা বাজারে বিক্ষিপ্তভাবে প্রবেশ করে। এরপর তারা হঠাৎ করে নাশকতা ঘটনার চেষ্টায় ঝটিকা মিছিল বের করলে স্থানীয় ছাত্রলীগ ও এলাকাবাসী তাদের ধাওয়া করলে তারাও পাল্টা ধাওয়া করে। এতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসীর হাতে তিন ছাত্রশিবির কর্মী আটক হয়।

নীলফামারী থানার ওসি আব্দুর রউপ জানান, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। সেখানে তিন শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীলফারমারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ