Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বায়তুল মোকাররমে বিক্ষোভ-সংঘর্ষ : আহত ৪০ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৫:৩৬ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের বিক্ষোভে বাধাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষেএকসময় রণক্ষেত্রে পরিণত হয়। এসময় পুলিশের ব্যাপক গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে। জলকামানও ব্যবহার করে। থেকে থেকে সংঘর্ষ চলে দীর্ঘসময় ধরে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজ শেষে হেফাজত অনুসারী মুসল্লিদের পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে দেখা যায়। হেফাজত অনুসারীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। এসময় পুলিশ প্রথমে টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গের চেষ্টা চালায়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুড়তে শুরু করে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি চলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। জানা গেছে, মোদি বিরোধী স্লোগান থেকেই বায়তুল মোকাররমের ভেতরে জুম্মার নামাজের আগেই সাদা পোশাকে পুলিশের সঙ্গে মারামারি শুরু হয়। পরে সেই মারামারি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে প্রায় ৪০ জন ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন। আহতরা হলেন- টুটুল (৩৯), দিদার (৪০), আরিফ (৩২), আজিজ (৪০), তারেক (২৫), শাকিল (৪৫), মুরাদ (৩৫), সোহেল (৩০), নজরুল ইসলাম (৪৬), চঞ্চল (৩৪), খায়রুল (৩৬) রিয়াদ (৩৫) আরিফ (৪৫), ইমন (৩২) জীবন(৪০), কলিমুল্লাহ (৩০), মাইদুল (২৯), একাত্তর টিভির সাংবাদিক ইশতিয়াক ইমন (৩০), গাজী মাজারুল (৫০), রুবেল মাতব্বর (৩১), ইমন খান (৩৮), সোহেল (২৩), লিমন (৩৮), আসাদুল (৩০), নিয়ামুল ইসলাম (২৩), সোহেল (২৯), আনোয়ার হোসেন (৪২), দুলাল হোসেন (৪০), মনির (২৪), অজ্ঞাত একজন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন হোসেন আহামেদ মিঠু (৩৪)। এ ছাড়া প্রবির দাস (৩৭), ডেইলি স্টার সাংবাদিকসহ ৫০ আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন- সাংবাদিক, পথচারী, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মী, মুসল্লি, রিকশা চালক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ