বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার শেরপুরের ভানীপুর পল্লীতে বিশাল ক্যানভাসে শস্যচিত্রে বঙ্গবন্ধুর মুখচ্ছবি ফুটিয়ে তোলার পর এবার দেশের মধ্যে সর্ববৃহৎ আকারের পতাকার ও প্রদর্শনী হয়ে গেল বগুড়া জিলা স্কুলে ।
২৬ মার্চ শুক্রবার দিবসের প্রথমভাগে বগুড়া জিলা স্কুল মাঠে ১৩ হাজার ৫০০ বর্গফুটের লাল–সবুজের বিশাল জাতীয় পতাকা প্রদর্শন করা হল।
এর পরিকল্পক ও আয়োজক বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বগুড়া জিলা স্কুল মাঠে ১৩ হাজার ৫’শ বর্গফুটের বিশাল পতাকা প্রদর্শণ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।
আলোচনার পর আনুষ্ঠানিক ভাবে কাপড়ের তৈরি বৃহৎ জাতীয় পতাকার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
এতে অংশ নেন জিলা স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই বিশাল পতাকা প্রদর্শনের উদ্যোগ নেয়া হয়। স্বাধীনতার পর এ পর্যন্ত দেশে এটি কাপড়ের তৈরি সর্ববৃহৎ জাতীয় পতাকা বলে দাবি করেছেন আয়োজকেরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।