Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএটিসিতে বিজ্ঞান জাদুঘরের প্রদর্শনী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১২ এএম

সাভারস্থ বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে গত সোমবার এক ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ও মহাকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়। কর্মসূচিতে বিজ্ঞান জাদুঘরের একটি ৪ডি মুভি বাস, একটি অবজারভেটরি বাস ও বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তারা অংশগ্রহণ করে। এসব ভ্রাম্যমাণ কর্মসূচিতে বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিক উদ্ভাবন এবং প্রকৃতির রহস্যে পরিপূর্ণ প্রদর্শনী উপস্থাপন করা হয়। এছাড়া টেলিস্কোপের মাধ্যমে বৃহস্পতি গ্রহ, লুব্ধক নক্ষত্র ও কালপুরুষ নক্ষত্রমণ্ডলী পর্যবেক্ষণ করা হয়। এতে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-এর এসিএডি কোর্সের উপ-সচিব পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করে। এছাড়া বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘সরকারি কর্মকর্তারা উন্নয়ন কর্মকাণ্ড, আইন-কানুন ও প্রশাসনিক বহু মাত্রিক কার্যক্রমে অংশগ্রহণ করে। তাঁদের কাছে জ্ঞান-বিজ্ঞান জগতকে উন্মোচন করা এবং মহান আল্লাহ্র অনন্য নিদর্শন নভোমন্ডলের ধারণা উপস্থাপনের উদ্দেশ্যে এ ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএটিসিতে বিজ্ঞান জাদুঘরের প্রদর্শনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ