Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ পুলিশ আহত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৮:৩৪ এএম

নগরীতে এবার ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। আকবর শাহ থানার উত্তর কাট্টলীর কালি বাড়ি এলাকায় বৃহস্পতিবার রাত ৮ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ দুই ছিনতাইকারীকে আটক করেছে।

আহত তিন পুলিশ এবং গুলিবিদ্ধ ছিনতাইকারীরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) সুবল কুমার দাশ, ঈসমাইল হোসেন এবং নিখিল চন্দ্র দাশ। আর গুলিবিদ্ধ ছিনতাইকারীরা হলেন- ইমাম হোসেন (৩৫) এবং আরফাত হোসেন সুমন (৩৫) ।

পুলিশ জানায়, ইমাম হোসেন ও আরফাত হোসেন সুমন আকবরশাহ থানার চিহ্নিত ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের গ্রেফতারে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইমাম হোসেন ও আরফাত হোসেন সুমনকে ধরতে তাদের পিছু নেন পুলিশ সদস্যরা।
তবে কালি বাড়ির সামনে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরি চালায় তারা। পুলিশ আত্মরক্ষায় গুলি চালালে দুই ছিনতাকারী গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। দুইজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ছিনতাইকারীদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ