নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাহেদ খোকন গোহাটি (ভারত) থেকে : সাউথ এশিয়ান (এসএ) গেমসের তৃতীয় দিন স্বর্ণপদকের দেখা পেলো বাংলাদেশ। দেশসেরা মহিলা ভারোত্তোলক মাবিয়া আক্তার সিমান্তর হাত ধরে এলো লাল-সবুজদের প্রথম স্বর্ণ। আর দিন শেষে সাঁতারে স্বর্ণ জিতে চমক দেখালেন দেশসেরা মহিলা সাঁতারু মাহফুজা খাতুন শিলা। গতকাল বিকালে গৌহাটির ভোজেশ্বরী ফুগনোনি ইনডোর স্টেডিয়ামে মহিলাদের ভারোত্তোলনে মাবিয়া আক্তার সিমান্ত ৬৩ কেজি ওজনশ্রেণীতে স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেন। তিনি স্ন্যাচে ৬৭ ও জার্কে ৮২সহ মোট ১৪৯ কেজি ভার তুলেন। সিমান্তর চেয়ে অনেক পেছনে থেকে রুপা জিতেন শ্রীলঙ্কার ভারোত্তোলক আয়েশা বিনোদানী ধর্মসেনা। লঙ্কান এই নারী ভারোত্তোলক ১৩৮ কেজি ভার তুলে দ্বিতীয় হন। আর ১২৫ কেজি তুলে ব্রোঞ্জপদক পান নেপালের জুন মায়া। এর আগে গৌহাটি-শিলং এসএ গেমসের দ্বিতীয় দিন শনিবার কুস্তি ডিসিপ্লিন থেকে বাংলাদেশকে প্রথম রৌপ্যপদক এনে দেন রিনা আক্তার। আর গতকাল দুপুরে লাল-সবুজদের পক্ষে দ্বিতীয় রৌপ্যপদক জিতে দিন শুরু করেন মহিলা ভারোত্তোলক ফুলপতি চাকমা। ভোজেশ্বরী ফুগনোনি ইনডোর স্টেডিয়ামে মহিলাদের ৫৮ কেজি ওজনশ্রেণীতে ১৪৪ কেজি ভার তুলে দ্বিতীয় হন ফুলপতি। বাংলাদেশের এই ভারোত্তোলক স্ন্যাচে ৬৩ ও ক্লিন এন্ড জার্কে ৮১ তুলেন। এই ইভেন্টে ১৮৭ কেজি তুলে স্বর্ণ জেতেন স্বাগতিক ভারতের কমলা শ্রেষ্ঠ এবং ১৪২ কেজি তুলে ব্রোঞ্জপদক পান শ্রীলঙ্কার উমেরিয়া মোহিদীন। এসএ গেমসে এবারই প্রথম মহিলা ভারোত্তোলন সংযুক্ত করা হয়েছে। আর প্রথমবার অংশ নিয়েই সোনা জিতে স্মরণীয় পারফরমেন্স করেছে বাংলাদেশ। দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করতে পেরে উচ্ছ¡সিত মাবিয়া আক্তার সিমান্ত। স্বর্ণ জয়ের পর আনন্দে কেঁদে ফেললেন তিনি। দেশকে সম্মান এনে দিতে পেরে দারুণ খুশি এই বাংলাদেশী ভারোত্তোলক। এসএ গেমসে অংশ নেয়ার আগে গত বছরের অক্টোবরে ভারতের পুনেতে অনুষ্ঠিত কমনয়েলথ ভারোত্তোলনে স্বর্ণপদক জয় করেছিলেন সিমান্ত। এ আসর থেকে একটি রুপাও পেয়েছিলেন তিনি। এবার দক্ষিণ এশিয়ার সেরা মহিলা ভারোত্তোলকের খেতাবও জিতে নিলেন ১৮ বছর বয়সি মাবিয়া আক্তার সিমান্ত। গোল্ডেন গার্ল সিমান্ত যখন বিজয় মঞ্চে আনন্দে কাঁদছে তখন আনন্দ অশ্রæ ধরে রাখতে পারেননি সেখানে উপস্থিত অনেক বাংলাদেশী। এসএ গেমসে বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণ জয়ী মহিলা ভারোত্তোলক সিমান্তর গলায় স্বর্ণপদক পড়িয়ে দেন বাংলাদেশ দলের শেফ দ্য মিশন আশিকুর রহমান মিকু। আর ফুল তুলে দেন বাংলাদেশ ভারোত্তোরন ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ। হাতে ব্যথা ছিলো। খেলা নিয়েও ছিলো সিমান্তর সংশয়। তবু তার মনের জোড়ে নামেন খেলতে। আর বাংলাদেশকে স্বর্ণ উপহার দিতেই নিজেকে উজাড় করে দেন তিনি। স্বর্ণপদক জয় করার পর অশ্রæসিক্ত নয়নে সিমান্ত মিডিয়াকে নিজ অনুভূতি জানান। তিনি বলেন, ‘আমার প্রত্যাশা ছিলো এসএ গেমসে স্বর্ণ জিতবো। দেশের জন্য সম্মান বয়ে আনবো। আল্লাহ আমার আশা পূরণ করেছেন। আমি লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। স্বর্ণপদক জয় করতে পেরে কি যে আনন্দ লাগছে, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি খুব খুশি দেশের জন্য সম্মান বয়ে আনতে পেরে।’ সিমান্ত আরো বলেন, ‘আমার এই সাফল্য পাওয়ার পেছনে অবদান কোচ, ফেডারেশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন স্যার ও আমার পরিবারের। তাদের আমি ধন্যবাদ জানাই। এখন আমার লক্ষ্য অলিম্পিক গেমসের কোয়ালিফাইং রাউন্ডে অংশ নেয়া। দেশকে আরো পদক উপহার দিতে চাই।’
সিমান্তর স্বর্ণপদক জয়ের আনন্দ যেন দ্বিগুণ হলো সন্ধ্যায় এসে। এ সময় ডক্টর জাকির হোসেন অ্যাকুয়াটিক কমপ্লেক্সে পানিতে ঝড় তুললেন বাংলাদেশী জলকন্যা মাহফুজা খাতুন শিলা। তিনি এসএ গেমসের সাঁতার ডিসিপ্লিনের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেরা হয়ে দেশকে দ্বিতীয় স্বর্ণপদক এনে দেন। শিলা ১ মিনিট ১৭.৯০ সেকেন্ড সময় নিয়ে পাকিস্তানের লিয়ান্না ক্যাথরিন সোয়ানকে পেছনে ফেলে সোনা জিতে নেয়। ভারতের চাহাত অরোরা পান ব্রোঞ্জপদক। স্বর্ণপদক জয়ের পর শিলা বলেন, ‘আমি খুব খুশি দেশকে স্বর্ণ এনে দিতে পেরে। আমার প্রত্যাশা ছিলো এই ইভেন্টে আমিই সেরা হবো। আমার পারফরমেন্সের জন্য কোচ ও কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। আগামীকাল (সোমবার) আমার প্রিয় ইভেন্ট ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক যেন আমি ভালো করতে পারি এর জন্য সবার কাছে দোয়া চাই। লাল-সবুজের জলকন্যা আক্ষেপ করে বলেন, ‘এসএ গেমসের আগে যারা আমাকে নিয়ে অবহেলা করেছেন, স্বর্ণ জিতে আমি প্রমাণ করতে পেরেছি যে, এখনো ফুরিয়ে যাইনি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।