Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাইল্যান্ডে বোমা হামলায় ২ জন নিহত

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডে মোটরবাইক-বোমা হামলায় বাবা ও মেয়ে নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার মেয়েকে স্কুলে দিতে যান বাবা। স্কুলের সামনে পৌঁছানোর পর বোমার বিস্ফোরণে তারা দুজন নিহত হয়। রয়টার্স অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশে একটি স্কুলের সামনে এ বিস্ফোরণ ঘটে। দেশটির তিনটি মুসলিম অধ্যুষিত প্রদেশের মধ্যে নারাথিওয়াত একটি। ২০০৪ সাল থেকে এ প্রদেশে সশস্ত্র বিদ্রোহ চলে আসছে। থাই সেনাবাহিনীর ইন্টারন্যাল সিকিউরিটি অপারেশনস কমান্ড (আইএসওসি) জানিয়েছে, এ হামলায় এক বাবা ও তার পাঁচ বছরের মেয়ে নিহত হয়েছে। স্কুলের গেটের বিপরীতে রাস্তায় মোটরসাইকেলটি বিস্ফোরকসহ রাখা ছিল। এ বিস্ফোরণে আটজন আহত হয়েছে। আইএসওসির উপ-মুখপাত্র ইউথানাম পেচমুয়াং বলেছেন, ‘আমরা সন্দেহ করছি, যারা থাইল্যান্ডকে অস্থিতিশীল করতে চায় এবং কলহ তৈরি করতে চায়, এ কাজ তারাই করেছে। পর্যটন শহর হুয়া হিন, ফুকেট এবং সুরাট থানিতে হামলার প্রায় এক মাস পর মঙ্গলবার আবার হামলা হলো থাইল্যান্ডে। ওই সব হামলার ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থাইল্যান্ডে বোমা হামলায় ২ জন নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ