Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

দৌলতপুর সীমান্তে অস্ত্র ও গুলিসহ আটক-১

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ৩:৪৪ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪রাউন্ড গুলি সহ অস্ত্র মামলার পলাতক আসামী মোশারফ হাওলাদার (৪৫) আটক হয়েছে। সে রাজশাহী জেলার বাঘা উপজেলার আতারপাড়া গ্রামের মৃত সুখা হাওলাদারের ছেলে। বুধবার রাত ৯ টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর মানিকেরচর রাস্তার মোড়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ অস্ত্র ব্যবসায়ী মোশারফ হাওলাদারকে আটক করে সীমান্ত রক্ষী বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ উদয়নগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার আবুল কাশেমের নেতৃত্বে টহল দল বুধবার রাতে ৮৪/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরে মানিকেরচর রাস্তার মোড়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ অস্ত্র ব্যবসায়ী মোশারফ হাওলাদারকে আটক করা হয়। এসময় মজনু হাওলাদার নামে অপর এক মাদক ও অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যায়। পরে গতকাল বৃহস্পতিবার আটক অস্ত্র ব্যবসায়ীকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্রসহ আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ