Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাগবি খেলোয়াড়কে ওবামার সমর্থন

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বাজানোর সময় না দাঁড়িয়ে বর্ণবাদের প্রতিবাদ করা মার্কিন রাগবি খেলোয়াড়ের পক্ষে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা বলেন, জাতিগত বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার রয়েছে কলিন কিপারনেকের। তার সহযোগী খেলোয়াড়রাও তার এই প্রতিবাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। ওবামা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করা তার সাংবিধানিক অধিকার এবং এটি বৈধ। জি-২০ সম্মেলনে ওবামা বলেন, কিপারনেক বাস্তব এবং ন্যায়সঙ্গত বিষয় নিয়ে প্রতিবাদ করছেন। অনেক সময় প্রতিবাদের বিষয়টি নোংরা ও বিতর্কিত হয়ে পড়ে এবং এটি মানুষকে রাগান্বিত ও হতাশাগ্রস্ত করে তোলে উল্লেখ করে তিনি বলেন, তবে আমি সেই যুবকদের সম্মান জানাই যারা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া শুদ্ধ করার লক্ষ্যে চিন্তা করে এবং কাজ করে। ঘরে বসে কিছু না করা মানুষদের থেকে তারা ভালো।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বর্ণবাদের প্রতিবাদে জাতীয় সঙ্গীতের সময়ে উঠে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন ন্যাশনাল ফুটবল লিগের জনপ্রিয় কোয়ার্টার ব্যাক কলিন কিপারনেক। শুক্রবার গ্রিন বে প্যাকার্সের সঙ্গে নিজেদের মাঠে ওই খেলার আয়োজন করেছিল স্যানফ্রান্সিসকো ৪৯। কলিন কিপারনেক নামের ওই আমেরিকান রাগবি খেলোয়াড় খেলার আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বেজে উঠতেই মাঠে বসে পড়েন। এই ঘটনার পর মাঠে উপস্থিত তার অনেক সমর্থকও তাকে দুয়োধ্বনি দিয়েছেন। তবে তার দল স্যান ফ্রান্সিসকো ৪৯ পাশে দাঁড়িয়ে বলেছে, আমরা ব্যক্তিগত প্রতিবাদের অধিকারকে সমর্থন করি। জাতীয় সঙ্গীতকে উদযাপন করা না করাটাও ব্যক্তিগত বিষয়। কলিনেরও প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। কলিন তার প্রতিবাদের সমর্থনে বলেন, আমি এমন একটি দেশের পতাকাকে সম্মান জানিয়ে উঠে দাঁড়াতে চাই না, যেখানে কৃষ্ণাঙ্গ এবং অন্যান্য মানুষকে রঙের ভিত্তিতে শোষণ করা হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাগবি খেলোয়াড়কে ওবামার সমর্থন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ