Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে বছরে ৫৫ লাখ নবজাতকের মৃত্যু

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জন্মের আগে বা জন্মের ২৮ দিনের মাথায় বিশ্বে প্রতি বছর ৫৫ লাখ নবজাতকের মৃত্যু হয়, যা উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডের মোট জনসংখ্যার সমান। তবে প্রধান যে তিনটি কারণে (প্রিম্যাচুরিটি, জন্ম সংশ্লিষ্টজটিলতা, সংক্রামক রোগ) নবজাতক মারা যায় সেগুলো প্রতিরোধ সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (হু) আঞ্চলিক কমিটির সভায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা এ তথ্য জানান। গতকাল সোমবার থেকে পাঁচ দিনব্যাপী কলম্বোয় শুরু হয়েছে এ সভা। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া জিকা ভাইরাস ও জনবহুল দেশগুলোতে কালা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা গুরুত্ব সহকারে সভায় উপস্থাপন করা হয়। সভায় এ অঞ্চলের ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা অংশ নিয়েছেন। এতে উপস্থিত ভারতের পরিবার ও স্বাস্থ্য কল্যাণবিষয়ক মন্ত্রী জেপি নাড্ডা বলেন, গর্ভবতী নারীদের যথাযথ যতœ নিলে শতকরা ৪০ ভাগ মায়ের মৃত্যু কমানো সম্ভব। সভায় বলা হয়, প্রতি বছর মারা যাওয়া ৫৫ লাখ নবজাতকের মধ্যে ২৯ লাখ মারা যায় জন্মের ২৮ দিনের মধ্যে। অন্তত ২০ লাখ মারা যায় জন্মের প্রথম দিনেই। এক পরিসংখ্যানে দেখা যায়, নবজাতকদের মধ্যে ভারতে সবচেয়ে বেশি ৭ লাখ ৭৯ হাজার মারা যায়। নাইজেরিয়ায় এ সংখ্যা ২ লাখ ৭৬ হাজার। পাকিস্তান রয়েছে তৃতীয় স্থানে, ২ লাখের কিছু বেশি। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে চীন, কঙ্গো যথাক্রমে ১ লাখ ৫৭ হাজার ও ১ লাখ ১৮ হাজার। তবে ৯০ দশকের তুলনায় বর্তমানে মাতৃমৃত্যু হার কমেছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বে বছরে ৫৫ লাখ নবজাতকের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ