প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন সালমান খান। বুধবার ভ্যাকসিন নিয়েছেন তিনি। টুইট করে নিজেই জানিয়েছেন সেকথা। জানা গিয়েছে, বুধবার লীলাবতী হাসপাতালে কোভিড ভ্যাকসিন নিয়েছেন বলিউড অভিনেতা।
৫৫ বছর বয়সী অভিনেতা টুইট করে লিখেছেন, ‘আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম’। সালমান জানিয়েছেন, তার মা-বাবা অর্থাৎ সেলিম খান এবং সালমা খানও করোনার ভ্যাকসিন নিয়েছেন।
বলিউডের আরও অনেকেই ইতিমধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। সোমবার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সঞ্জয় দত্ত। টিকাকরণের সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্টও করেছেন তিনি। ডাক্তার এবং ভারত সরকারকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা।
সঞ্জয় দত্ত কোভিডের ভ্যাকসিন নিয়ে টুইট করেন, “ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম বি কে সি ভ্যাকসিন সেন্টারে! আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর ধেরে এবং তার টিমকে। দেশে টিকাকরণ সম্ভব করার জন্য ধন্যবাদ সমস্ত ডাক্তার, স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী এবং ভারত সরকারকে। জয় হিন্দ।”
এছাড়াও কোভিড ভ্যাকসিন নিয়েছেন, শর্মিলা ঠাকুর, অনুপম খের, ধর্মেন্দ্র। ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন হৃতিক রোশনের মা পিঙ্কি রোশন এবং বাবা রাকেশ রোশন। বেশ কিছুদিন আগে ভ্যাকসিন নিয়ে দেদার ট্রোলডও হয়েছিলেন সাইফ আলি খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।