Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ইথিওপিয়ায় কারাগারে আগুন ২৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইথিওপিয়ার একটি কারাগারে আগুন লাগার পর অন্ততপক্ষে ২৩ কয়েদি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। বিবিসি বলছে, ওই কারাগারে সরকারবিরোধী প্রতিবাদকারীরা বন্দি ছিলেন। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২১ জন পদদলিত হওয়ার পর দমবন্ধ হয়ে মারা যান ও অপর দুজন কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে নিহত হন। সরকারি এই বিবৃতির সঙ্গে দ্বিমত পোষণ করেছে স্থানীয় কয়েকটি গণমাধ্যম, তারা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, কারারক্ষীরা কয়েদিদের গুলি করে মেরেছেন। সাম্প্রতিক মাসগুলোজুড়ে ইথিওপিয়ায় নজিরবিহীন সরকারিবিরোধী প্রতিবাদ বিক্ষোভ চলছে। গত শনিবার রাজধানী আদ্দিস আবাবার কিলিনতো কারাগারে আগুন লাগার পর সেখান থেকে ধারাবাহিক গুলিবর্ষণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। টেলিভিশন ফুটেজ ও ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করা ছবিতে কারাগারটির ভিতর থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। কারাবন্দিদের জেল ভাঙার উদ্যোগের জেরে ইচ্ছা করে কারাগারে আগুন লাগিয়ে দেয়া হয়েছে, এমন খবরও প্রকাশিত হয়েছে, তবে এসব খবর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ২০১৫ সালের নভেম্বর থেকে দেশটির সবচেয়ে বড় নৃগোষ্ঠীর সদস্যরা ওরোমিয়া এলাকায় প্রতিবাদ-বিক্ষোভ দেখিয়ে আসছে। কিলিনতো একটি হাজতখানা, এখানে বিচারের অপেক্ষায় থাকা বন্দিদের অনেক সময় তিন বছর থেকে শুরু করে আরো বেশি সময় অপেক্ষা করতে হয়। চারটি অংশে বিভক্ত কারাগারটি ইটের দেয়াল দিয়ে তৈরি, ওপরে টিনের ছাদ। এখানে দৈর্ঘ্যে ২৪ মিটার ও প্রস্থে ১২ মিটারের সেলগুলোর এক একটিতে ৯০ থেকে ১৩০ জন বন্দিকে রাখা যায়। কারাগারটিতে একসঙ্গে প্রায় তিন হাজার হাজতিকে রাখা যায়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইথিওপিয়ায় কারাগারে আগুন ২৩ জনের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ