Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসইউতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ৯:২৭ পিএম

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ভিসি প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেছেন, নেতৃত্বের দূরদর্শিতা, বিচক্ষণতা, ও জনগণের ভালোবাসা শেখ মুজিবুর রহমানকে সময়ের সাথে দিয়েছেন বঙ্গবন্ধু থেকে জাতির জনকের সম্মান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে সোমবার বিকেলে আইএসইউ আয়োজিত আলোচনা সভা ও "হৃদয়ে বঙ্গবন্ধু " শিরোনামে মুদ্রা ও ডাকটিকেট প্রদর্শনীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তিনি বঙ্গবন্ধুর জীবন ও দর্শন নিয়ে আরো গবেষণার উপর গুরুত্বারোপ করেন ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি আইএসইউ ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ জাতির জনকের সমাজ সেবা ও ছোটবেলা থেকে মানবিক গুণের বিভিন্ন দিক তার বক্তব্যে তুলে ধরেন ।
মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ এর ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইএসইউ রেজিস্ট্রার , প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রাম এর চেয়ারপার্সন, শিক্ষক শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জন্মশতবার্ষিকী উদযাপন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ