Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে প্রথম ধাপে ৭০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৩৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ৯:১২ পিএম

বাগেরহাটে প্রথম ধাপে ৭০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ৩৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার বিকাল ৫টায় মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন অফিস জানায়, জেলার ৯ টি উপজেলার ৭৫টি ইউনিয়নের মধ্যে আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ৭০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। এরমধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার শেষ দিনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ৩৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, মোল্লাহাট উপজেলার ৬টির মধ্যে ৬টিতেই নির্বাচিত হয়েছেন, উদয়পুরে এস কে হায়দার মামুন, চুনখোলায় মনোরঞ্জন পাল, কুলিয়ায় মো. মিজানুর রহমান, গাওলায় শেখ রেজাউল কবীর, কোদালীয়ায় শেখ রফিকুল ইসলাম, আটজুড়িতে মো. মনিরুজ্জামান মিয়া।

মোংলা উপজেলার ৬টির মধ্যে ৬টিতেই নির্বাচিত হয়েছেন, সোনাইলতলায় নাসরিন আক্তার নাজিনা, বুড়িরডাঙ্গায় উদয় শংকর বিশ্বাষ, চিলায় গাজী আকবর হোসেন, চাঁদপাই মোল্লা মো. তরিকুল ইসলাম, সুন্দরবন ইউনিয়নে মো. একরাম ইজারাদার, মিঠাখালীতে উৎপল কুমার মন্ডল।

শরণখোলা উপজেলার ৪টির মধ্যে ৩টিতে নির্বাচিত হয়েছেন, সাউথখালীতে মো. মোজাম্মেল হেসেন, রায়েন্দায় আজমল হোসেন মুক্তা, খোন্তাকাটায় জাকির হোসেন খান মহিউদ্দিন।

রামাপালে ১০টির মধ্যে ৫টিতে নির্বাচিত হয়েছেন, মল্লিকেরবেড়ে মো. সাবির আহমেদ তালুকদার, হুড়কায় তপন কুমার গোলদার, ভোজপাতিয়ায় তরফদার মাহফুজুল হক টুকু, রামপাল সদরে মো. নাসির উদ্দিন হাওলাদার, বাশতলীতে মো. মোস্তাফিজুর রহমান সোহেল।

চিতলমারীতে ৭ টির মধ্যে ৪ টিতে নির্বাচিত হয়েছেন, হিজলায় কাজী আবু শাহিন, শিবপুরে ওয়ালিউজ্জামান জুয়েল, চর বানিয়ারীতে অর্চণা রানী ঝর্ণা বড়াল, সন্তোষপুরে বিউটি আক্তার।

ফকিরহাটে ৭টি ইউনিয়নের মধ্যে ৪ টিতে নির্বাচিত হয়েছেন, ফকিরহাট সদর শিরিনা আক্তার কিসলু, বেতাগায় ইউনুচ আলী, পিলজংয়ে মোড়ল জাহিদুল ইসলাম, নলদা-মৌভোগে সরদার আমিনুর রশিদ।

কচুয়ার ৭টির মধ্যে ৪টিতে নির্বাচিত হয়েছেন, বাধালে নকীব ফয়সাল অহিদ, গোপালপুরে এস এম আবু বক্কর সিদ্দিক, গজালিয়ায় এস এম নাসির উদ্দিন, রাঢ়ীপাড়ায় নাজমা আক্তার।

বাগেরহাট সদরের ৭টির মধ্যে ৬টিতে নির্বাচিত হয়েছেন, বেমরতায় মনোয়ার হোসেন টগর, কাড়াপাড়ায় শেখ মহিতুর রহমান পল্টন, বিষ্ণুপুরে এমডি মাসুদ রানা, বারুইপাড়ায় আলহাজ¦ হায়দার আলী মোড়ল, খানপুরে ফকির ফহম উদ্দিন, ডেমায় মো. মনি মল্লিক।

মোরেলগঞ্জে ১৬টির মধ্যে একমাত্র নিশানবাড়ীয়ায় সাইফুল ইসলাম।



 

Show all comments
  • Asad Mollah ২৪ মার্চ, ২০২১, ১১:০০ পিএম says : 0
    সরকারের বিরোধিতা করা মানে রাষ্ট্রদ্রোহিতা নয় সরকার আসবে সরকার যাবে, রাষ্ট্র সরকারের জন্য ক্ষতিকর নয় কিন্তু সংখ্যার রাষ্ট্রের জন্য ক্ষতিকর সুতরাং সরকারের বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহিতা হবে না রাষ্ট্রদ্রোহিতা শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে কিন্তু সরকারের বিরোধিতা করলে ফৌজদারি মামলা হবে রাষ্ট্রদ্রোহী মামলা নয় ধন্যবাদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাগেরহাট

১০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ