Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে ছাত্রদলের মিছিল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ৭:৪৮ পিএম

তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল করেছে। বুধবার বিকেলে উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে মধ্যবাজার অস্থায়ী দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহম্মেদ , সদস্য সচিব হারুনুর রশিদ সহ পৌর ও কলেজ শাখার ছাত্রদলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য সুনামগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। একটি ইউটিউব চ্যানেলে প্রচার হওয়া তারেক রহমানের বক্তব্যের জেরে গত সোমবার ওই মামলাটি হয়। প্রচারিত বক্তব্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বলায় তারেক রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ