Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দরগাহপুর মাদরাসায় খতমে বুখারি অনুষ্ঠিত

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১১:৪৩ পিএম

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খলিফায়ে মাদানী মাওলানা আব্দুল হক শায়খে গাজিনগরী মদফুনে মাক্কি রহ-এর প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর মাদরাসায় মঙ্গলবার দুপুরে মাদরাসা মসজিদে খতমে বুখারি অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান শায়খে দরগাহপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত খতমে বুখারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা মাহমুদ মাদানী ভারত।

মাদরাসার শিক্ষক মাওলানা আনোয়ার পাশার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শায়খুল হাদিস মাওলানা আব্দুল মতিন, আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল বছীর, মুফতি মাওলানা শফিকুল আহাদ সরদার, মুফতি মাওলানা রশিদ মকবুল প্রমুখ।

প্রধান অতিথির আখেরি মুনাজাতের মাধ্যমে খতমে বুখারি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুনামগঞ্জ

১১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ