বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের নান্দাইলে বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির ভবনে রহস্যজনক ভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি ভবন আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকালে ওই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, উপজেলার বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির শহীদ মিনারের সাথের ভবনে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যে আগুন আরো বৃহৎ আকার ধারন করায় চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
বিষয়টি জানতে পেরে একাডেমির সহকারী শিক্ষক আজিজুল ইসলাম ফায়ার সার্ভিসকে ফোন দিলে তাৎক্ষণিক ভাবে নান্দাইল ফায়ার সার্ভিস ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিয়ন প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ভবনে থাকা স্কুলের সকল আসবাবপত্র পূড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সতের লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ সুলতান আহম্মদ জানান, যে ভবনে আগুল লেগেছে সে ভবনের সাথে বিদ্যুৎতের কোন সংযোগ নেই। প্রতিষ্ঠানের সাথে এলাকার কারো কোন শত্রুতা নেই। তাই আগুন লাগার কারন সঠিক ভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে স্কুলে নতুন চারতলা ভবন নির্মাণ করার জন্য পুরাতন ভবনের সকল আসবাবপত্র পুড়ে যায়।
নান্দাইল ফায়ার সার্ভিস ইনচার্জ আঃ মালেক জানান, আগুনের সূত্রপাত কিভাবে হলো তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। তবে আগুনে দুইটি ভবনের আসবাবপত্র সহ প্রায় সতের লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।