বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রাম জেলার চিলমারী মডেল থানা পুলিশের তৎপরতায় দুগ্ধপোষ্য শিশু ফিরে পেলো তার মায়ের কোল। উপজেলার রাজারভিটা এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা যায়, গতকাল ২১ ফেব্রুয়ারি পারিবারিক কলহের জের ধরে মাজেদা বেগমকে মারধর করে তার স্বামী, দেবর ও শাশুড়ি। পরে অসুস্থ হলে মাজেদা বেগম আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়।
এদিকে পাষণ্ড পিতা রফিকুল ইসলাম তার পাঁচ মাসের শিশু মিতুকে আটকে রাখে নিজের কাছে এবং রাতেই শিশুকে নিয়ে ঢাকা চলে যাওয়ার প্রস্তুতি নেয়। অপরদিকে মেডিক্যালে আহত মা তার শরীরের আঘাতের যন্ত্রণার সাথে বুকের জ্বালায় ভুগতেছিলেন। তার দুগ্ধপোষ্য শিশুকে স্তন পান করাতে না পেরে ব্যথায় তার বুক টন টন করছিল।
পরে মাজেদা বেগম ৯৯৯ ফোন দিয়ে অভিযোগ করলে চিলমারী মডেল থানার পুলিশি তৎপরতায় জরুরী ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার এসআই আতাউর রহমান, এএসআই জিল্লুর রহমান, সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় দুগ্ধপোষ্য শিশু মিতু (০৫ মাস) কে উদ্ধারপূর্বক তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়। শিশুটি তার মায়ের কোলে ফিরে আনন্দে আত্মহারা।
চিলমারী মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং মা ও শিশু দুজনেই চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।