নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়ালটন মহিলা ডেভলপমেন্ট স্বাধীনতা কাপ হকি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে নড়াইল জেলা এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। মঙ্গলবার বিকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আসরে দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে বিকেএসপি ৭-০ গোলে ঝিনাইদাহ জেলাকে বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করে নেয়। বিজয়ী দলের হয়ে অর্পিতা পাল ও বর্ষা খাতুন দু’টি করে এবং সোনিয়া খাতুন, তারিন আক্তার খুশি ও শিমু আক্তার একটি করে গোল করেন। শেষ চারের দ্বিতীয় ম্যাচে নড়াইল ৩-২ গোলে রাজশাহী জেলাকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। নড়াইলের নমিতা কর্মকার দু’টি ও সঞ্জিতা কর্মকার এক গোল করেন। রাজশাহীর সিতু খাতুন দুই গোল শোধ দেন।
বুধবার টুর্নামেন্টের ফাইনালে বিকেএসপি’র মোকাবিলা করবে নড়াইল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রæপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। ফাইনাল ম্যাচটি এটিএন বাংলা ও টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।