Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সাকিবের পক্ষে ব্যাট ধরল সেই চিঠি

ইমরান মাহমুদ | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম

দেশের ক্রিকেটকে ‘না’ করে আইপিএল খেলতে ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান। তার সেই আবেদন মঞ্জুরও করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটি নিয়ে পানি কম ঘোল হয়নি। তার পর থেকে দুই ভাগে বিভক্ত দেশের ক্রিকেট অঙ্গন। কেউ কেউ বিষয়টিকে স্বাভাবিক মনে করলেও, অধিকাংশের মতেই দেশের ক্রিকটীয় দায়িত্বকে ‘ছোট’ করে কোনোভাবেই আইপিএল খেলতে চাওয়া উচিত হয়নি সাকিবের, আর বিসিবিরও উচিত হয়নি তার ছুটি মঞ্জুর করা। রীতিমতো সাকিবের দেশাত্বোবোধ নিয়েও উঠে গিয়েছিল প্রশ্ন। তার পর সময়ের সাথে তাতে প্রলেপ পড়ে।
তবে হঠাৎই বিষয়টিকে ফের উষ্কে দিয়েছেন সাকিব নিজেই। দু’দিন আগে একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে তার টেস্ট খেলা নিয়ে খোলামেলা মন্তব্য করেন দেশসেরা অলরাউন্ডার। ছুটির আবেদনপত্রের ভুল ব্যাখ্যা দিয়েছে বিসিবি- এমন অভিযোগও তুলেছেন। সাকিব টেস্ট খেলতে চান না- বিসিবির বিভিন্ন পর্যায় থেকে করা এমন মন্তব্যের একরকম প্রতিবাদই করেছেন তিনি। তার দাবি, টেস্ট খেলতে না চাওয়ার কথা তিনি বিসিবিকে বলেননি। সাক্ষাৎকারে নতুন প্রতিভাবান ক্রিকেটার তৈরির ব্যাপারে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তার সেই বক্তব্যের জেরে সে রাতেই বিসিবি প্রধান নাজমুল হাসানের বাসায় জরুরি সভা করেছেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। সভা শেষে সাকিবের আইপিএল খেলার অনাপত্তিপত্র পুনর্বিবেচনা করারও ইঙ্গিত দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, ‘আমার দায়িত্ব তো শুধু সাকিবকে নিয়ে না, আমার দায়িত্ব পুরো বাংলাদেশকে নিয়ে। আমি এই দায়িত্বে অনেকদিন থেকে আছি। এখন কারও চিঠি যদি আমি ঠিকভাবে না পড়িৃ আমরা শ্রীলঙ্কায় যাচ্ছি দুটি টেস্ট খেলতে, সেখানে ওয়ানডে টি-টোয়েন্টি নেই। সে তো ঐ চিঠিতে ছুটি চেয়েছে। সাকিব চিঠিতে বলেছে- আমরা শ্রীলঙ্কায় যে সিরিজটি খেলতে যাচ্ছি সেখানে সে না খেলে আইপিএল খেলতে চায়। শ্রীলঙ্কায় কী খেলতে যাচ্ছি সেটা আপনারা জানেন, আমরা জানি, সবাই জানে। এই কথাটা উল্লেখ করা আছে। তারপরও যেহেতু নিজের মুখে বলেছে সে টেস্ট খেলতে চায়, খেলবে।’
বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান নাঈমুর রহমানও সাকিবের মন্তব্যের জবাব দিয়েছেন। এমন পরিস্থিতিতে খোঁজ মিলেছে সাকিবের সেই চিঠির। কি আছে সেই চিঠিতে? সাকিব বিসিবিকে দেওয়া চিঠিতে ম‚লত ছুটি চেয়েছিলেন শ্রীলঙ্কা সফর থেকে। টেস্ট বা কোনো ফরম্যাটের কথা আলাদাভাবে উল্লেখ করেননি তাতে। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনকে লেখা চিঠিতে সাকিব উল্লেখ করেছিলেন। চিঠিটি ইনকিলাব পাঠকদের জন্য হুবহু তুলে ধেরা হলো-

‘আমি, সাকিব আল হাসান যথাযথ বিনয়ের সঙ্গে এই কথাটি জানাতে চাই যে, আমরা ২০২১ সালের অক্টোবর মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছি। এটি আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আমি বিশ্বাস করি, আসন্ন আইপিএলে অংশ নেওয়া আমাকে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের প্রস্তুতির সেরা সুযোগ দেবে। আমি অবহিত আছি যে, আইপিএল যখন হবে, বিসিবি একই সময়ে শ্রীলঙ্কায় একটি সফর আয়োজন করার পরিকল্পনা করছে। সব কিছু বিবেচনায় নিয়ে আমাকে আসন্ন আইপিএলে অংশ নেওয়ার অনুমতি দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি।’

বাংলাদেশ দল বর্তমানে আছেন নিউজিল্যান্ড সফরে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই দল যাবে শ্রীলঙ্কা। সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি ম্যাচ খেলবে মুমিনুল হকের দল। সাকিবকে সেই সিরিজেও পাবে না বাংলাদেশ। আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। তবে নতুন করে উষ্কে ওঠা এই বিতর্কের পর সাকিবের ছুটির ব্যপারে নতুন করে ভাবতে বসেছে বিসিবি। জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক আরও জানিয়েছেন, সাকিবের বিষয়টি নিয়ে দ্রুতই বোর্ড সভা ডেকে আলোচনা করা হবে।
এমন একটা সময়ের গতকাল রাতেই ঢাকায় ফিরছেন সাকিব। তৃতীয় সন্তানের জন্মের সময় পরিবারের পাশে থাকতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন তিনি। বিসিবির এক কর্মকর্তা সাকিবের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। রাত ২টায় কাতার এয়ারওয়েজে ঢাকায় পৌঁছান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক সাকিবের ঘনিষ্ঠ দেশের এক ক্রিকেট ব্যক্তিত্ব জানালেন, বিসিবির তলবে নয় আইপিএলের আগে কিছুটা ক্রিকেটীয় প্রস্তুতি ও আনুষঙ্গিক কাজ সারতেই মূলত ফিরেছেন সাকিব।
উল্লেখ্য, আগামী অক্টোবরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শুরু আগামী ১২ এপ্রিল। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল শুরু হবে ৯ এপ্রিল থেকে।



 

Show all comments
  • Hreedoy Sheikh ২৩ মার্চ, ২০২১, ৭:২৩ এএম says : 4
    আপনাদের মতো হাজার আকরাম খান ক্রিকেটে না থাকলে বাংলাদেশ ক্রিকেটের কিছু হবে না হাজার আকরাম পাওয়া যাবে তামিমের মতো হাজার তামিম না থাকলে বাংলাদেশ ক্রিকেটের কিছু হবে না লাখো তামিম আসবে কিন্তু এক সাকিব বাংলাদেশ ক্রিকেটে না থাকলে মনে রাখবেন বাংলাদেশ ক্রিকেট নামে একটা ক্রিকেট ছিলো যেদিন সাকিব থাকবে না সেদিন বাংলাদেশ ক্রিকেটই সাবেক হয়ে যাবে মানুষ বাংলাদেশ টিম সম্বন্ধে একটা কথাই বলবে বাংলাদেশ এক সময় অনেক ভালো ক্রিকেট খেলতো বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ একটা স্থান করে নিয়েছিলো যখন ওয়াল্ড নাম্বার ওয়ান সাকিব ছিলো!
    Total Reply(1) Reply
    • Rana ২৪ মার্চ, ২০২১, ১১:৩৮ পিএম says : 1
      তামিমকে নিয়ে কথা বলাল আগে ১০০ বার আপনার বাবার দরকার ছিলো কারন ব্যাটিং বলতে বাংলাদেশের তামিম ছাড়া কে আছে যতোগুলো ম্যাচ জিতেছে সব গুলো ম্যাচে তামিমের অবদান সবচেয়ে বেশি, তামিম কোন বলারকেই পাওা দেয়না
  • ইয়াছিন মির্জা হৃদয় ২৩ মার্চ, ২০২১, ৭:২৪ এএম says : 1
    আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমাদের বাংলাদেশের প্লেয়াররা 131 রানে অল উইকেট শেষ যে জায়গায় আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান নাই সে জায়গায় ক্রিকেট কখনো বাংলাদেশ জিতবে না এটা আমার কথা না সারা বাংলাদেশের মানুষের কথা পাপন তোরে একটা কথা না বললে হয়না তুই খেলার কি বুঝস খুব খারাপ লাগলো যখন শুনলাম বাংলাদেশ 131 টানে অলআউট
    Total Reply(0) Reply
  • Mahbub Alam ২৩ মার্চ, ২০২১, ৭:২৪ এএম says : 0
    সাকিবকে নিয়ে যাদের চুলকানি তাদের বলি , যদি সাকিব ভাইয়ের জন্য শরীর এতই চুলকায় তাহলে দেশীয় নিমপাতা দিয়ে শরীর ভালো করে মালিশ করে নিন । ইনশাআল্লাহ চুলকানি ভালো হয়ে যাবে ।
    Total Reply(0) Reply
  • Md Rejwan Iqbal ২৩ মার্চ, ২০২১, ৭:২৫ এএম says : 0
    সাকিব যে চিঠি দিয়েছে সুন্দর একটা চিঠি,, যেখানে বলা আছে সামনে টি২০ বিশ্বকাপ,, সেজন্য বোর্ডের কাছে অনুমতি চেয়েছে যাতে তাকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়,,,তাহলে টি২০ বিশ্বকাপের জন্য ভাল কিছু হবে,, এর থেকে সুন্দর আর কি হতে পারে,,আসলে মাশরাফির কথাই ঠিক যে বিসিবি রেডি হয়ে থাকে কখন বিদেশের মাটিতে খেলা হবে কখন সরকারী টাকায় তারা ৫০ জন সফর করবে
    Total Reply(0) Reply
  • Sahab Uddin ২৩ মার্চ, ২০২১, ১:৫১ পিএম says : 0
    সাকিবকে আইপিএল এ খেলতে কোন বাঁধা দেয়া উচিত হবে না
    Total Reply(0) Reply
  • robin ২৩ মার্চ, ২০২১, ৬:২৪ পিএম says : 0
    ami mone kori sakib akta valo sidantto niyese .karon t20 world cup jehetu India te hobe se jonno ter jonno IPL kela dorker
    Total Reply(0) Reply
  • মোঃ রায়হান ২৪ মার্চ, ২০২১, ৯:২২ এএম says : 0
    আমি মনে করি যে, সাকিব ছাড়া বাংলাদেশের ক্রিকেট প্রায় অচল। আমরা গর্ববোধ করে বলতে পারি যে, বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান একজন বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি যে সিদ্ধান্ত নিয়েছ, t20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আইপিএল খেলতে যাওয়া আমি মনে করি, বিসিবির তাতে সম্মতি দেওয়া উচিত এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়া উচিত যাতে করে বাংলাদেশের ক্রিকেট বিশ্বের বুকে সুনাম অর্জন করতে পারে।
    Total Reply(0) Reply
  • Hasibul hasan munna ২৪ মার্চ, ২০২১, ১১:০৪ এএম says : 0
    আমি মনে করি সবকিছুর ঊর্ধ্বে দেশ।
    Total Reply(0) Reply
  • MD. MAHBUB ALAM ২৪ মার্চ, ২০২১, ১২:৩০ পিএম says : 0
    আমিও মনে করি সবকিছুর ঊর্ধ্বে দেশ, তাই টিটুইন্টি বিশ্বকাপে ভাল করতে আইপিএল খেলাটা জরুরি।
    Total Reply(0) Reply
  • মোঃসাজু আহমদ ২৪ মার্চ, ২০২১, ১:৪৬ পিএম says : 0
    আমি মনেকরি একসময় বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বমঞ্চে পরিচয় করিয়েছিলেন আশরাফুল তার সাথে মাশরাফি তারপর সাকিব এরকমই একজন না একজন বের হবেই।নিউজিল্যান্ডে ২৭১ লড়াকু সংগ্রহ এরা তিনজন ছাড়াই হয়েছে তাই নতুন প্রতিভাবান খেলোয়াড়দেরও সুযোগ ও মূল্যায়ন করি। আর সাকিবের ছুটি মঞ্জুর করলে আমাদের লাভ ই হবে কোন ক্ষতি হবেনা।
    Total Reply(0) Reply
  • Borhan Uddin ২৪ মার্চ, ২০২১, ২:২০ পিএম says : 0
    গত IPL খেলার পর world cup এর performance কেমন ছিলো সাকিব ভাইয়ের তা সবাই দেখেছি আমরা। এই রকম performance হইছে IPL এর জন্য । সামনে t20 world cup তাও ভারতে । সাকিব ভাই IPL খেলার সিদ্ধান্ত নিয়েছে দেশের জন্য নিজের জন্য না। কারণ তার ব্যাট এবং বলিং এ ভালো পারফরম্যান্সের জন্য দল ভালো কিছু অর্জন করতে পারে। এমনিতেও সাকিব কোন ভাল কাজ করলেও তাতে সমালোচনা হয়।কারণ বাঙালি জাতি তো হিংসুটে অন্যের ভালো দেখতে চাই না। Love you shakib vaiya
    Total Reply(0) Reply
  • Jahangir alam ২৫ মার্চ, ২০২১, ১২:১৭ পিএম says : 0
    DESOLVE THE ALL BOARD MEMBERS........ SHAKIB AND MASHRAFEE IS RIGHT, THINK BETTER FOR FUTURE.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাট ধরল চিঠি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ