Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলা শুরুর পর জানা গেল আম্পায়ার কোভিড পজিটিভ!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম

খুলনায় শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লীগের প্রথম রাউন্ড। প্রথম দিনে খেলা শুরুর পর কোভিড শনাক্ত হয়েছে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রিজার্ভ আম্পায়ার সাইফুল ইসলাম জুয়েলের। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় লীগের প্রথম রাউন্ডের খেলায় গতকাল মুখোমুখি হয় খুলনা ও সিলেট বিভাগ। এই ম্যাচের জন্য আগের দিন ক্রিকেটার ও ম্যাচ সংশ্লিষ্ট সবার কোভিড পরীক্ষা করানো হয়। ম্যাচের দিন সকাল ৯টার মধ্যেই আম্পায়ারের পোশাক পরে মাঠে আসেন জুয়েল। সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরু হয়। ৯টা ৪৫ মিনিটের দিকে সবার কোভিড পরীক্ষার ফল হাতে আসে। তখন দেখা যায় জুয়েল করোনা পজিটিভ। খুলনা ভেন্যুর দায়িত্বে থাকা বিসিবির চিকিৎসক বেলাল হোসেন পলাশ জানান, তখনই ওই আম্পায়ারকে প্রত্যাহার করে নেওয়া হয়। তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে। আজ আবারও তার নমুনা নেওয়া হবে। জুয়েলের পরিবর্তে নতুন করে দায়িত্ব পালন করার জন্য মাঠে যোগ দেন আম্পায়ার বরকতুল্লাহ তুর্কি।
অনেকটা একইরকম ঘটনা ঘটেছিল এ মাসের শুরুতে চট্টগ্রামে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড ‘এ’ দলের সিরিজের প্রথম একদিনের ম্যাচে। সেটি অবশ্য ছিল আরও গুরুতর। খেলা শুরুর পর কোভিড পরীক্ষার ফল আসে সেদিনও। জানা যায়, আইরিশ অলরাউন্ডার রুহান প্রিটোরিয়াস কোভিড পজিটিভ। ততক্ষণে তিনি চার ওভার বোলিং করে ফেলেছেন! ৩০ ওভার হয়ে যাওয়ার পর পরিত্যক্ত হয় ম্যাচ। প্রিটোরিয়াসকে রাখা হয় আইসোলেশনে। সেদিনই আরেকটি পরীক্ষায় নেগেটিভ হয়ে পরের ম্যাচেই আবার খেলতে নামেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোভিড পজিটিভ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ