Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফারাক্কা ব্যারেজ অপসারণ সময়ের দাবি

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : সর্বনাশা ফারাক্কার প্রভাবে বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন-জীবিকা মৎস্য সম্পদ জীববৈচিত্র্য জলবায়ু ও ভূ-প্রকৃতি নৌ যোগাযোগ এমনকি ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন ধ্বংস করার প্রক্রিয়ার মাধ্যমে শস্য শ্যামলা এদেশকে মরুকরণের মধ্যে ঠেলে দিয়েছে। ভারতের মন্ত্রীরা এর বিরূপ প্রতিক্রিয়ায় সোচ্চার হলেও ক্ষমতাসীন অগণতান্ত্রিক নতজানু সরকার তোষণ নীতির কারণে এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। পানি সম্পদমন্ত্রী সাফাই গাইছে। তাদের করুণায় সরকার টিকে আছে। প্রতিবেশী ভারতীয় আধিপত্যবাদী শক্তি চানক্য নীতির মাধ্যমে আমাদের দেশকে সিকিম বানানোর অপতৎপরতা চালাচ্ছে। তাদের এমন হীন চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। 

গতকাল সকালে পদ্মা নদীর তীরে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত “মরণবাঁধ ফারাক্কার কবল থেকে বাংলাদেশ বাঁচাও” শীর্ষক সাংবাদিক সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এ আহŸান জানান। উপস্থিত ছিলেন এ্যাব রাজশাহীর চেয়ারম্যান ও বিএনপির তথ্য-প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী এস কে এইচ চৌধুরী পাইন। এ্যাবের উদ্যোগে নৌযানে পদ্মা নদীতে সরজমিন পর্যবেক্ষণের আয়োজন করা হয়। সকালে আলুপট্টি ঘাটে নৌযান ভেড়ে। সাংবাদিকসহ বিশিষ্টজনরা আসেন। কিন্তু বাদ সাধে পুলিশ। এমন কর্মসূচিতে পুলিশের অনুমোদন নেই বলে বাধার সৃষ্টি করা হয়। নৌযানটি ঘাট ছেড়ে মধ্যচরে গিয়ে অবস্থান নেয়। শেষে অদূরে পদ্মার তীরে এক কনভেনশন সেন্টারে সাংবাদিক সম্মেলন করার জন্য নিয়ে যাওয়া হয়। ব্যানার টানিয়ে সাংবাদিক সম্মেলন শুরু করতে যাওয়া মাত্র ফের বাদ সাধে পুলিশ। সেখান থেকেও বের করে দেয়া হয় একই অজুহাতে। শেষমেষ নিচের বটতলাতে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। সেখানেও বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের ক’জন অধ্যাপক। এমন বাধায় তারা হতভম্ব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফারাক্কা ব্যারেজ অপসারণ সময়ের দাবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ