বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা বাজারে খালে বাধ দিয়ে ভবন নির্মাণের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী এ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম স্বাধীন হালদার। সে কুড়িয়ানা গ্রামের রনজিৎ হালদারের ছেলে। নিজেকে উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক বলে দাবি করেছে স্বাধীন।
নেছারাবাদের সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী বলেন, ওই ব্যক্তি খালের ভেতরে বাধ দিয়ে আইন অমান্য করে ইমারত নির্মাণ করছেন। এজন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে খালের মধ্যে দেয়া বাধ তাকে দ্রুত অপসারণের জন্য বলা হয়েছে। অন্যথায় আইনত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।