Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজপথের আন্দোলন দমন করতে পারবে ব্রিটিশ পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ব্রিটিশ পুলিশ বাহিনীকে আন্দোলন দমনের এখতিয়ার দিয়ে নতুন আইনের বিরোধিতায় আবারও উত্তাল ব্রিস্টল শহরের রাজপথ। রোববার আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে আহত দুই পুলিশ কর্মকর্তাকে নেয়া হয় হাসপাতালে। পুলিশের ওপর আন্দোলনকারীরা চড়াও হওয়ায় নতুন করে ৩০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয় এ দিন। আবারও জ্বলছে আগুন, পুড়ছে ব্রিটিশ পুলিশের গাড়ি। বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশকে বিশেষ ক্ষমতা দিয়ে যুক্তরাজ্যের সরকারের আনা আইনি সংস্কারের বিরোধিতা করে রোববারও সরব ব্রিস্টল শহরের রাজপথ। করোনালকডাউন উপেক্ষা করে আন্দোলনে অংশ নেয়া কয়েক হাজার বিক্ষোভকারী পুলিশের অন্তত দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ ছাড়া স্থানীয় থানায়ও ভাঙচুর চালান আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ ধরপাকড় শুরু করলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। বহু আন্দোলনকারীর পাশাপাশি পুলিশের দুই সদস্যও মারাত্মক আহত হন সংঘর্ষে। পরে আন্দোলন থেকে আটক করা হয় অনেককে। যুক্তরাজ্য সরকারের আনা নতুন আইনের বলে ব্রিটেনে আন্দোলনের সময় ও কতটা শব্দ করা যাবে তা নিয়ন্ত্রণ করার এখতিয়ার পাবে দেশটির পুলিশ বাহিনী। নতুন এই আইনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন দেশটির সব স্তরের মানুষ। এর আগে গত ১৩ মার্চ এক ব্রিটিশ তরুণী নিহতের জন্য এক পুলিশ সদস্যকে দায়ী করে শুরু হয় বিক্ষোভ। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ