Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎ আফিগানিস্তানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে কয়েক সপ্তাহের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা চলছে। এরই মধ্যে হঠাৎ কোনো ঘোষণা না দিয়ে দেশটিতে হাজির হলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। জো বাইডেন আমলে এটাই কোনো মার্কিন কর্মকর্তার প্রথম আফগানিস্তান সফর। আফগানিস্তানের স্থানীয় সময় রোববার সকালে লয়েড অস্টিন কাবুলে পৌঁছান। এরপর তিনি দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনিসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষা সচিব দেশটিতে চলমান যুদ্ধের অবসানের আহবান জানিয়ে বলেছেন, আফগানিস্তানে এখনও সহিংসতার মাত্রা অনেক বেশি। সমঝোতার মাধ্যমে সংঘাত অবসানে বড় ধরনের সহিংসতা কমানোর দিকে মনোনিবেশ করা উচিত। আমরা সত্যিই আফগানিস্তানে সহিংসতার মাত্রা কমে এসেছে এটা দেখতে চাই। সহিংসতা কমলে ন্যূনতম কূটনৈতিক শর্তে কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে। আফগানিস্তানে বর্তমানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। আফগান সরকারের সঙ্গে স্থায়ী ও বিশ্বাসযোগ্য চুক্তি হওয়ার আগেই সেনা প্রত্যাহার করলে পুনরায় তালেবান ক্ষমতা দখল করতে পারে বলে ধারণা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ