বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আগুনে পুড়ে ৪টি গরুর মৃত্যু হয়েছে। উপজেলার লুধুয়া গ্রামের কৃষকের গোয়ালঘরে আগুন লেগে চারটি গরু পুড়ে মারা গেছে। যার বর্তমান বাজার মূল্য ২লক্ষ ৬০হাজার টাকা। জানা যায় সোমবার (২২ মার্চ) গভীর রাতে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের কৃষক লতিফ বেপারির বাড়ির গোয়ালঘরে মশার কয়েলের আগুনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কৃষক লতিফ বেপারির ছেলে আমির হোসেন বলেন, প্রতিদিনের মতো মশা থেকে গরুকে রক্ষা করতে গোয়াল ঘরে কয়েল জ্বালিয়েছিলাম, ৫ টি গরু রশি দিয়ে বেঁধে ঘুমাতে যাই। রাত আনুমানিক ১২টার কিছুসময় পর গোয়ালে আগুনের লেলিহান শিখা দেখে আমাদের ঘুম ভাঙ্গে। এলাবাসির সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন। এসময় আমাদের একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে ও গোয়ালে বাঁধা আগুনে পুড়ে চারটি মারা যায়। অপর গরুটির অবস্থাও আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুন লেগেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।