Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রিসবেনের পথে তাসকিন-সানি

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সর্বশেষ টি-২০ বিশ্বকাপ চলাকালে ধর্মশালায় সন্দেহজনক বোলিং অ্যাকশনে হয়েছিলেন রিপোর্টেড পেস বোলার তাসকিন এবং বাঁ হাতি স্পিনার আরাফাত সানি। চেন্নাইয়ের শ্রীরাম চন্দ্র বিশ্ববিদ্যালয়ে বায়ো মেকানিক্স পরীক্ষায় অকৃতকার্য হয়ে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে হয়েছেন এই দুই বোলার নিষিদ্ধ। সামনে আফগানিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে অপেক্ষা করছে হোম সিরিজ। তার আগে এই দুই বোলারকে ফিরে পেতে চেস্টার ত্রæটি করেনি বিসিবি। ‘টু’ ডি ক্যামেরায় বোলিং রিভিউ কমিটির সামনে পরীক্ষা দিয়ে, তাদেরকে সন্তুস্ট করাতে হয়েছে এই দুই বোলারকে। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা কাটাতে দ্বিতীয়বার পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে। আগামী ৮ সেপ্টেম্বর ব্রিসবেনের ক্রিকেট সেন্টারে বায়ো মেকানিক্স পরীক্ষায় অবতীর্ন হতে হবে তাদেরকে। সেই পরীক্ষা দিতে গতকাল রাত ১১টা ৫০ মিনিটের ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়ে গেছেন তাসকিন, আরাফাত সানি। যাবার সময়ে দেশবাসীর দোয়া চেয়েছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিসবেনের পথে তাসকিন-সানি

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ