Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে চলচ্চিত্রে নাম লেখালেন মিথিলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ২:৫১ পিএম

অবশেষে চলচ্চিত্রে নাম লেখালেন অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আরেক জনপ্রিয় অভিনেতা নিরব হোসেন। অনন্য মামুন পরিচালিত এই ছবির নাম 'অমানুষ'। 

 
সূত্র জানায়, শনিবার (২০ মার্চ) এতে চুক্তিবদ্ধ হয়েছেন দুজনই। আরো জানা গেছে, সুন্দরবনের জলদস্যু ও সুন্দরবনের বায়োডাইভার্সিটিকে উপজীব্য করে এই চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। শুধু গল্প নয়, পুরো আয়োজন ও পরিকল্পনা শুনে মুগ্ধ হয়েছেন মিথিলা। আর তাই খুব আগ্রহ নিয়েই মিথিলা কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রে।

মিথিলা বলেন, 'করোনার মধ্যেই বাংলাদেশ ও কলকাতায় বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছিল। তবে সবার আগে কাজ শুরু হচ্ছে অনন্য মামুনেরটার।' সিনেমার গল্প ও চরিত্র তার ভালো লাগার কারণেই চলচ্চিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নিরব বলেন, 'মিথিলা ও আমি দীর্ঘদিনের বন্ধু। তাই আমি ওর রুচি জানি। এ কারণেই গল্পটা পড়ে অনন্য মামুনকে মিথিলার কথা বলি। তারপর ব্যাটে বলে সব মিলে যায়!'

অমানুষের শুটিং হবে সুন্দরবনে। ব্যাপক আয়োজন আর পরতে পরতে চমক নিয়ে হাজির হচ্ছে ‘অমানুষ’। শুটিং শুরু না হলেও এর প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছে। চলতি মাস থেকেই সুন্দরবন লাগোয়া অঞ্চলে এর শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেন, “চার মাস আগে ‘অমানুষ’ নির্মাণের পরিকল্পনা করেছি। কিছুদিন আগে গল্প লেখা সম্পন্ন হয়েছে, এখন আমরা শুটিং-পূর্ববর্তী প্রস্তুতি নিচ্ছি। আশা করছি আগামী ২৫ মার্চ সিনেমাটির শুটিং শুরু করতে পারব।’


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ