Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাক্রান্ত বাবা-মার জন্য দোয়া চাইলেন মারুফ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১২:৩৬ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা কাজী হায়াৎ ও তার স্ত্রী। বাবা-মা করোনায় আক্রান্ত শুনে দেশে ফিরেছেন পুত্র কাজী মারুফ। গত ১৭ মার্চ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ‌‘ইতিহাস’ খ্যাত এই অভিনেতা। ঢাকা বিমানবন্দরে নেমেই মারুফ চলে যান হাসপাতালে। সেখানে বাবা-মার দেখাশোনা করছেন তিনি।

মারুফ বলেন, আমি মারুফ হয়েছি, সারা দেশের মানুষ আমাকে চিনেছে বাবা-মার জন্যই। শুধু সন্তান নয়, তারা একজন অভিনেতা মারুফকে জন্ম দিয়েছেন। এই কৃতজ্ঞতা এক জীবনে শোধ হবে না। আমার বাবা-মার জন্য সবার কাছে দোয়া চাইছি।

উল্লেখ্য প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ-এর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়েছে। গত ২ মার্চ করোনা প্রতিরোধের টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ। তারপর জ্বরে আক্রান্ত হয়েছিলেন এ নির্মাতা। কমে যাচ্ছিল তার ঘ্রাণশক্তি। ৮ মার্চ পরীক্ষা করে করোনা পজেটিভ জানতে পারেন তিনি। তারপর হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল তাকে। কিন্তু শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়া ভর্তি করা হয়েছে হাসপাতালে।

ঢাকাই সিনেমার খ্যাতিমান পরিচালক কাজী হায়াৎ। সহকারী পরিচালক হিসেবে ১৯৭৪ সালে ক্যারিয়ার শুরু করেন। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৭৯ সালে ‘দ্য ফায়ার’ সিনেমার মাধ্যমে। কাজী হায়াতের ৫০তম সিনেমা ‘বীর’। ২০২০ সালে মুক্তি পেয়েছিল এটি। আর বাবার পরিচালনায় ‘ইতিহাস’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মারুফের। প্রথম ছবিতেই পেয়েছেন দর্শকপ্রিয়তা। কাজী হায়াৎ ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘দেশদ্রোহী’, ‘লুটতরাজ’, ‘তেজী’সহ অর্ধশতাধিক ছবি পরিচালনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মারুফ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ