Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুড়ী সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১২:০৪ পিএম

এবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বটুলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল মুমিন বাপ্পা (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

হত্যার দুইদিন পেরিয়ে গেলেও লাশ এখনও ফেরত আসেনি বাংলাদেশে। এদিকে, বাপ্পার লাশের অপেক্ষায় প্রতীক্ষার প্রহর গুনছেন স্বজনরা।

সোমবার (২২ মার্চ) সকালে বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক সুবেদার দেলোয়ার হোসেন বিষয়টি জানিয়েছেন।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২১ মার্চ) দুপুরে ভারত সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওপর মহলের নির্দেশনা না থাকায় ওই বৈঠকে লাশ আনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নিহতের পরিবার লাশ ফেরত চেয়ে বিজিবির কাছে লিখিত আবেদন করলেও আবেদনটি গ্রহণ করেনি বিজিবি।

নিহত যুবক বাপ্পার বাবা আব্দুর রউফ গণমাধ্যমকে জানান, ‘আমি আমার ছেলের লাশ ফেরত চাই। এ বিষয়ে বিজিবির কাছে আবেদন করলে তারা আবেদনটি গ্রহণ করেননি। আপনাদের মাধ্যমে বিজিবির কাছে অনুরোধ করছি, অনতিবিলম্বে ছেলের লাশ যেন দেশে ফেরত আনা হয়।’

ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য ইমতিয়াজ গফুর মারুফ জানান, ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও বাপ্পার লাশ ফেরত আনতে বিজিবি কোনো উদ্যোগ নিচ্ছে না।

সুবেদার দেলোয়ার হোসেন জানান, উপর থেকে নির্দেশ আসলে লাশ আনার ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত উপর মহল থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।

উল্লেখ্য, শনিবার (২০ মার্চ) ভোরের দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় বাংলাদেশি পিলার ৮২৩ এর বিপরীত পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে আব্দুল মুমিন বাপ্পার লাশ পাওয়া যায়। তিনি উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী গ্রামের আব্দুর রউফের ছেলে।



 

Show all comments
  • Jack Ali ২২ মার্চ, ২০২১, ১২:২৪ পিএম says : 0
    O'Allah install a Muslim Leader who will rule our country by Qur'an then no kafir country dare to kill us or humiliate us in any way.
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ২২ মার্চ, ২০২১, ২:৪২ পিএম says : 0
    বাংলাদেশের মানুষ গুলো কে বিএসএফ মানুষেই মনে করেন না। পশুপাখিদের মত এদের নির্বিচারে বর্ডারেপেলে মারা যায়সিমান্তে হত‍্যাকান্ডে মানুষ মরলেও সরকারেরতীব্র প্রতিবাদ নেই। কারণ এরাগরু ব‍্যাপারী সিমান্তঅবৈধভাবে প্রবেশ কারী কালোবাজারী অপরাধী। বাংলাদেশ ভারতীয় বর্ডার মানে পাকিস্তান চীনের বর্ডার নয় । বাংলাদেশের সাথেকি ভারতের শক্রতাআছে সবচাইতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে ভারতীয় সরকারের সাথে।সিমান্তে পেলেগুলি করতে হবে কেন??গ্রেফতার করুন আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন বাংলাদেশ ভারতের জন্যে কখনো হুমকি কারণ হয়নি। বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক দেশের পরিবেশ পরিস্থিতি পরিসংখ্যান ভারতীয়দের চায়তেঅবশ্যই ভাল ঈর্ষান্বিতহয়ে আমাদের দেশেরমানুষ গুলোকে বর্ডারে পেলেই গুলির স্বীকার হতেহচ্ছে। ভারত গনতান্ত্রিক দেশের বিশ্বজুড়ে যে সুনাম মর্যাদছিল সেটিকে একেবারেই ধ্বংস করে দিচ্ছেন এখন তলানিতে আছে ।বর্তমানে রাম রাজ‍্য বানানোর কর্মসূচিতে ব‍্যাস্থ। পশ্চিমবঙ্গের মানুষ গুলো কে বাংলাদেশী অনু প্রবেশকারী বলছে। বিজেপি নেতাদের মুখে লাগাম নেই বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি মুলক বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রের প্রতিবাদ নাই কেন??? বন্ধুত্বের পরিক্ষা কত দিবেন আর কত লাশের দরকার। পৃথিবীতে ইসরাইলী বর্ডারেও এভাবে গুলি চলেনা। এতো নতজানু পররাষ্ট্রনীতি কেন। বঙ্গবন্ধুর কন‍্যার নিকট বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শক্তিশালী অবস্থান বাংলাদেশের মানুষের প্রত‍্যাশা। ইতিমধ্যে বঙ্গবন্ধুর কন‍্যা কুটনৈতিকভাবে আন্তর্জাতিকভাবে ভারতীয় আধিপত্যবাদী চিন্তা চেতনার কুটনৈতিক কিছু কিছু জওয়াব দিচ্ছেনভবিষ্যতে শক্তিশালী বাংলাদেশের শক্তিশালী পররাষ্ট্রনীতি প্রয়োজন।বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝে আত্মমর্যাদা নিয়ে সম্পর্কের প্রত‍্যাশী। ভারতীয় দাদাগিরির কারণে কেও নেই একপিছ আমরা আছি। আমাদের কে আর কত পরিক্ষা নিবেন। সিমান্ত হত‍্যা অমানুষিক নির্যাতন বন্ধ করুন।
    Total Reply(0) Reply
  • মোঃ সোহরাব হুসাইন ২২ মার্চ, ২০২১, ৩:০৫ পিএম says : 0
    এমন দিন আসবে ভারত ............কে গুলি করে মারবে
    Total Reply(0) Reply
  • Towhid ২২ মার্চ, ২০২১, ৪:৩৯ পিএম says : 0
    What kind of friendship is this between the 2 countries. India should practice this action with China or Pakistan then they will know what is the difference. After all Bangladesh government is too weak and blind toward their friendship with illiterate aggressive India. This is not acceptable by any means and doesn't happen anywhere in the world. Bangladeshi army should occasionally retaliate by shooting them back although they are strong. Once India faces retaliation then their behavior will change otherwise there will be more killing in the border
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ