নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : কি দূর্দান্ত বোলিং ই না করেছেন অফ স্পিনার খাদিজাতুল কুবরা। নিজের প্রথম ওভারের শেষ বলে অসাধারণ ডাইভিং রিটার্ন ক্যাচে ফিরিয়ে দিয়েছেন ওয়ালড্রনকে। ইনিংসের শেষ ওভারে পেয়েছেন এই নারী বোলার ২ উইকেট! টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ২-০-৫-৩! তাও আবার বৃষ্টি বিঘিœত ১০ ওভারের নির্ধারিত ম্যাচে! অথচ তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫৪/৮ এ স্বাগতিক আয়ারল্যান্ড নারী দলকে আটকে ফেলেও লাভ হয়নি বাংলাদেশ নারী দলের। খাদিজাতুল কুবরার বোলিং ¤øান করেছে নারী ব্যাটসম্যানরা। সমস্যা ব্যাটিংয়ে, গ্যাপ শট খেলতে পারে না মেয়েরা, মারতে পারে না জোরেÑটি-২০ বিশ্বকাপ বাছাইপর্ব থেকে সে সমস্যা, তা থেকে বেরিয়ে আসার উপায়ই যে পাচ্ছে না তারা। আস্কিং রানের দিকে তাড়া করতে পারেনি গতকাল। ইনিংসের প্রথম বলে কেনিয়ালিকে কাভার দিয়ে আয়েশার বাউন্ডারি শট আশার ঝিলিক দিলেও ওই একটি বাউন্ডারিই সম্বল বাংলাদেশ নারী দলের ইনিংসে। ফারজানা সর্বোচ্চ ২৪ রান করেছেন বাউন্ডারিহীন! পুরো ইনিংসে ডাবল ফিগারের নাগাল পেয়েছেন শুধুই তিনি। শেষ ওভারে ১০ রানের প্রয়োজন মেটাতে পারেনি নারী দল, ওই ওভারে তিন তিনজন ব্যাটসম্যান আউট হয়ে এসেছেন ফিরে। ফলে ৬ রানে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী দল আয়ারল্যান্ড সফর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।