Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সস্ত্রীক করোনা আক্রান্ত ইমরান খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১২:০০ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর তার স্ত্রী ফার্স্ট লেডি বুশরা বিবির করোনা শনাক্ত হয়েছে। গত শনিবার প্রথমে ইমরান খানের করোনায় সংক্রমিত হওয়ার খবর আসে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ফয়সাল সুলতান টুইট করে ইমরান খানের করোনা শনাক্ত হওয়ার তথ্য জানান। টুইটে তিনি বলেন, ইমরান খান এখন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

টিকা নেওয়ার দুদিনের মাথায় ইমরান খানের করোনায় সংক্রমিত হওয়ার খবর আসে। ৬৮ বছর বয়সী ইমরান খান গত বৃহস্পতিবার করোনার টিকা নেন। ফার্স্ট লেডি বুশরা বিবিও করোনায় সংক্রমিত হয়েছেন বলে পরে জানানো হয়। ইমরান খানের প্রবাসী পাকিস্তানি-বিষয়ক বিশেষ সহকারী সৈয়দ জুলফি বুখারি টুইট করে বুশরা বিবির করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানান। সৈয়দ জুলফি বুখারি টুইটে লিখেছেন, ‘আমাদের ফার্স্ট লেডি ও প্রধানমন্ত্রীর দ্রæত সুস্থতা কামনা করছি। আল্লাহ তাদের দুজনকেই শেফা দান করুন।’ পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ফয়সাল সুলতান জানিয়েছেন, ইমরান খান ঘরে আইসোলেশনে থেকে বিশ্রাম নিচ্ছেন। তার হালকা উপসর্গ রয়েছে। তিনি মানসিকভাবে প্রফুল্ল আছেন। তার স্বাস্থ্যগত বিষয়গুলো তারা মনিটরিং করছেন।

টিকা নেওয়ার পর ইমরান খানের করোনায় সংক্রমিত হওয়ার বিষয়টি নিয়ে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন। এ প্রসঙ্গে ফয়সাল সুলতান বলেছেন, ‘আমাদের বোঝা উচিত টিকা কীভাবে কাজ করে। আর টিকার কার্যকারিতা শুরু হতে কত সময় লাগে, সেটাও আমাদের বোঝা উচিত। টিকা তাৎক্ষণিকভাবে কাজ করে না। টিকা নেওয়ার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইমিউনিটি তৈরি হতে শুরু করে।’ টিকা নেয়ার আগেই ইমরান খান করোনায় সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে ধারণা ফয়সাল সুলতানের।

ইমরান খান সংক্রমিত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে যিনি বা যারা ইমরান খানের সান্নিধ্যে এসেছিলেন, তাদেরও করোনা পরীক্ষা করা হবে। পাকিস্তানে করোনার সংক্রমণ বাড়ছে। দেশটিতে জাতীয় পর্যায়ে সংক্রমণের হার ৯ শতাংশ ছাড়িয়ে গেছে। সবশেষ ২৪ ঘণ্টায় পাকিস্তানে ৩ হাজার ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত জুলাইয়ের পর পাকিস্তানে এক দিনে করোনা শনাক্তের এই সংখ্যা সর্বোচ্চ। এ সময়ে দেশটিতে ৪২ জন করোনায় মারা গেছেন। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।



 

Show all comments
  • Shabbir Ahmed ২২ মার্চ, ২০২১, ১:১৭ এএম says : 0
    মহান আল্লাহর নিকট পাক প্রধান মন্ত্রীর পুর্ণ সুস্থতা এবং হায়াতে তাইয্যাবা কামনা করছি। আমিন।
    Total Reply(0) Reply
  • Ali Akbar ২২ মার্চ, ২০২১, ১:১৭ এএম says : 0
    হায়রে ভ্যাকসিন! আল্লাহ রহমতের বাহিরে এই ভ্যাকসিন ট্যাক্সিন কিছু কামে আসে যায় না...
    Total Reply(0) Reply
  • MD Shehab Ahsan ২২ মার্চ, ২০২১, ১:১৮ এএম says : 0
    ইমরানের সুস্থতা কামনায় রাব্বুল আলামিনের দরবারে হাত তুললাম। হ্যা আল্লাহ ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করার দাবিদার তোমার এই বান্দাহকে এত তারাতারি আমাদের (অসহায় মুসলিমদের) মধ্য থেকে উঠিয়ে নিও নাহ। আল্লাহ ইমরানকে সুস্থতা দান করুন। তার উপর দয়া করুন এবং তার ভূলগুলো ক্ষমা করুন।
    Total Reply(0) Reply
  • Mohammad Abul Mamun ২২ মার্চ, ২০২১, ১:১৮ এএম says : 0
    করোনা পজিটিভ হলেই যে মৃত্যু নিশ্চিত এমন ধারনা মোটেও ঠিক নয়। মৃত্যু আল্লাহ তায়ালার পক্ষ থেকেই হয়। সুস্থ মানুষও অনেক সময় মৃত্যু বরন করে।
    Total Reply(0) Reply
  • Sshamim Shohagh ২২ মার্চ, ২০২১, ১:১৯ এএম says : 0
    মুসলিম জাহানের তুমুল জনপ্রিয় এই অবিভাবকের দ্রুত রোগমুক্তির প্রার্থনা করছি মহান আল্লাহ তায়ালার সুমহান দরবারে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ