Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে মাস্ক পড়া নিশ্চিতে জেলা পুলিশ’র প্রচারণা

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ২:০৬ পিএম

করোনায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক পড়া নিশ্চিত করতে কুড়িগ্রামে জেলা পুলিশ প্রচারণামূলক কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে রবিবার সকাল এগারোটায় শাপলা চত্বরে মানববন্ধন শেষে একটি প্রচারণামূলক র‌্যালি কলেজমোড় পর্যন্ত প্রদক্ষিণ করে।
কর্মসূচি পালনকালে জনসাধারণকে মাস্ক পড়ান কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত, পৌর মেয়র কাজিউল ইসলাম, সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ারসহ জেলা পুলিশের সদস্যরা।
পরে শাপলা চত্বর থেকে প্রচারণামূলক র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ করে কলেজমোড়ে গিয়ে শেষ হয়। সেখানেও জনসচেতনতামূলক বক্তব্য শেষে মাস্ক বিতরণ করেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ