পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রাক্কালে বিএসএফের গুলিতে মৌলভীবাজার জেলার জুড়ী সীমান্তে বাংলাদেশি যুবককে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারি আলহাজ আব্দুল আউয়াল মজুমদার।
গতকাল শনিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের সকলস্তরের দলমত মানুষের প্রবল বিরোধীতার পরও সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে সরকারের একতরফ ভারতপ্রীতি ফুটে উঠেছে। এধরণের ঘটনা কোন পর্যায়ের দেশপ্রেম? নেতৃদ্বয় বলেন, মোদির হাত বাংলাদেশ নাগরিক হত্যার রক্তে রঞ্জিত। কাজেই এ কসাই মোদিকে বাংলাদেশের জনগণ কোনভাবেই বরণ করতে পারে না। তারা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি জোর দাবি এবং মোদিকে সুবর্ণ জয়ন্তীতে এনে অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা থেকে বিরত থাকার আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।