Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

কৃষি ব্যাংকের হাজার শাখার ডিজিটাল রূপান্তরে ফ্লোরাব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২১, ৮:৩৬ পিএম

বাংলাদেশের একমাত্র কোর ব্যাংকিং সফটওয়্যার হিসেবে অভিনব মাইলফলক স্পর্শ করেছে ফ্লোরাব্যাংক। সম্পূর্ণ বাংলাদেশি প্রকৌশলীদের প্রতিষ্ঠিত ফ্লোরা সিস্টেমস্ লিমিটেড উদ্বাভিত ফ্লোরাব্যাংক অনলাইন কোর ব্যাংকিং সলিউশনের (সিবিএস) মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের হাজারের বেশি শাখায় দেড় কোটির বেশি হিসাব পরিচালিত হচ্ছে। যা বাংলাদেশি কোনো ব্যাংকিং সফটওয়্যারের ইতিহাসে প্রথম দৃষ্টান্ত। এ ছাড়া এককভাবে সবচেয়ে বেশি ব্যাংকের শাখাকে যুক্ত করার অনন্য উদাহরণ। বাংলাদেশ প্রকৌশল বিশ্বাবিদ্যালয় (বুয়েট) এবং যুক্তরাজ্যের সার্টিফিকেশন প্রতিষ্ঠানের গবেষণা মতে, ন্যূনতম সার্ভার কনফিগারেশনে প্রতি সেকেন্ডে প্রায় ছয় হাজার নিরাপদ লেনদেনে সক্ষম ফ্লোরাব্যাংক সফটওয়্যার।

বাংলাদেশ কৃষি ব্যাংক ফ্লোরাব্যাংকের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য, ট্রেজারি, রেমিট্যান্স (ফরেন/লোকাল), এটিএম/পিওএস, আরটিজিএস, ইএফটি, এসএমএস ছাড়াও অন্যান্য আধুনিক সেবার এপিআই যেমন স্মার্টফোন ফিন্যান্সিয়াল সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, কর্পোরেট বাল্ক ফান্ড ট্রান্সফারের মতো আধুনিক সেবা গ্রহণ করছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক সরকার পরিচালিত একটি বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। বর্তমানে সারা দেশে ১ হাজার ৩৮টি শাখায় ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে।

১৯৯৭ সালের জুলাই মাসে ফ্লোরাব্যাংক অনলাইন কোর ব্যাংকিং সলিউশন প্রকল্পের সূচনা হয়, যা এখন দেশের সর্ববৃহৎ ব্যাংকিং সেবার সাথে জড়িত। গত ২৪ বছরে বাংলাদেশের ১০টি ব্যাংকের ২ হাজারের অধিক শাখায় ব্যাংকিং পরিষেবার সুরক্ষা দিয়েছে ফ্লোরাব্যাংক।

কৃষিনির্ভর বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি মূলত কৃষি ব্যাংকের ওপরই নির্ভরশীল। জাতীয় প্রবৃদ্ধি অর্জন ও বৃদ্ধিতে যার ভ‚মিকা অপরিসীম। সরকার টেকসই অর্থনৈতিক উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমৃদ্ধ বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে কৃষি ব্যাংকের আধুনিকায়নে বিশেষ উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগে ফ্লোরা সিস্টেমস্ লিমিটেড ফ্লোরাব্যাংক সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের সফল অংশীদার হিসেবে গর্বিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষি ব্যাংক

১ সেপ্টেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ