Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাসের চরম সংকটে ব্রাজিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ইতিহাসের সবচেয়ে চরম সংকটময় মুহূর্তে ব্রাজিলের স্বাস্থ্য সেবা খাত। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এক দিকে চিকিৎসকরা হতবিহ্বল, আরেকদিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে বেড পাওয়ার অপেক্ষা করতে করতেই মারা যাচ্ছে রোগী। চলতি সপ্তাহে ব্রাজিলে করোনার সংক্রমণ রেকর্ড ছাড়িয়েছে। গত বুধবার দেশটিতে ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৮৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মারা যায় দুই হাজার ৭৯৮ জন কোভিড-১৯ রোগী। ব্রাজিলের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্র ফিওক্রাজের গবেষকরা জানিয়েছেন, দক্ষিণ আমেরিকার দেশটি এখন নজিরবিহীন ‘বিপর্যয়ের’ মুখে। দেশের ২৬টি রাজ্য ও রাজধানী ব্রাসিলিয়াসহ ফেডারেল জেলাগুলোর ইনটেনসিভ কেয়ার ইউনিটে এখন রোগী নেওয়া বন্ধ হয়ে গেছে। ‘পরিস্থিতি একেবারেই নাজুক।’ ব্রাজিলে করোনায় এ পর্যন্ত দুই লাখ ৮৭ হাজারের বেশি মানুষ মারা গেছে। করোনায় মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান। এরপরও দেশটির প্রেসিডেন্ট সংক্রমণ রোধে লকডাউন ঘোষণাকে এড়িয়ে যাচ্ছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চরম-সংকটে-ব্রাজিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ