মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পোশাক বিতর্কে নিজের মন্তব্যেই অনড় রইলেন ভারতের উত্তরাখন্ডের বিজেপি মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘নারীদের জিন্স পরায় আমার আপত্তি নেই। তবে রিপড্ (ছেঁড়া) জিন্স পরার পক্ষে নই।’ অপরদিকে, মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের বিরুদ্ধে গত তিন দিন ধরে প্রতিবাদের ঝড় উঠেছে। শুক্রবার বিকালে দিল্লির কনট প্লেসে রিপড্ জিন্স পরে শিশু কোলে বিক্ষোভ দেখান দিল্লি কংগ্রেসের নারী শাখার সদস্যেরা। ইতোমধ্যে টুইটারে রিপড্ জিন্স পরা ছবি পোস্ট করেছেন তারকা, রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ। প্রতিবাদে সরব হয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা-সহ কংগ্রেস নেতারা, এমপি অভিনেত্রী জয়া বচ্চন, তৃণমূল এমপি মহুয়া মৈত্র, আরজেডি নেত্রী রাবড়ি দেবী প্রমুখ। মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন সমাজবাদী পার্টির এমপি জয়া বচ্চন, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, রণদীপ সিং সুরজেওয়ালা, কপিল সিব্বল, তৃণমূল এমপি মহুয়া মৈত্র প্রমুখ। নরেন্দ্র মোদি, মোহন ভাগবত, নিতিন গডকড়িসহ আরএসএস নেতাদের খাঁকি হাফপ্যান্ট পরা ছবি টুইট করে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, ‘‘হে ভগবান! ওদের হাঁটু দেখা যাচ্ছে।’’ এদিকে, মুখ্যমন্ত্রীর সমর্থনে এগিয়ে এসেছেন তার স্ত্রী রশ্মি ত্যাগী রাওয়াত। ভিডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে, ‘‘ওর (তীরথ সিং রাওয়াত) কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। প্রেক্ষাপট ছাড়াই মন্তব্যটি তুলে ধরা হয়েছে। উনি বলতে চেয়েছেন, আমাদের দেশ ও সমাজ গড়ার ক্ষেত্রে নারীদের অপরিসীম অবদান রয়েছে। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের পরিচয়, পোশাক- এ সব রক্ষার দায়িত্ব মেয়েদেরও।’ এর আগে দেহরাদূনে রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন আয়োজিত একটি ওয়ার্কশপে গিয়ে মুখ্যমন্ত্রী রাওয়াত বলেন, উড়ানে ছেঁড়া (রিপড্) জিন্স পরা এক নারীকে দেখে তিনি বিস্মিত হয়েছেন। নারী তাকে জানান, তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান। নারীর সঙ্গে দুই শিশুও ছিল। তার উদ্দেশেই তীরথ বলেছিলেন, ‘‘এই ধরনের নারীরা যদি সমাজে ঘুরে বেড়ান, মানুষের সমস্যা মেটাতে তাদের সঙ্গে দেখা করেন, তাহলে তারা সমাজ আর শিশুদের কী বার্তা দিচ্ছেন? তিনি আরও বলেন, ‘উন্মুক্ত হাঁটু দেখিয়ে, ছেঁড়া জিন্স পরে, উচ্চবিত্ত ছেলেমেয়ের মতো হাবভাব- এখন এই ধরনের মূল্যবোধ শেখানো হচ্ছে। বাড়ি থেকেই এসবের স‚চনা হচ্ছে। আমরা যা করব, বাচ্চারা তাই শিখবে।’ এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।