মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আদলে বানানো এক উলঙ্গ মূর্তি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইসরাইলসহ বিশ্ব সোশ্যাল মিডিয়ায়। গত বুধবার রাজধানী তেল আবিবের হাবিমা চৌমাথায় এই মূর্তিকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে দেশটিতে।
জানা গেছে, রাজধানী তেলআবিবের হাবিমা স্কয়ারের প্রাণকেন্দ্রে বুধবার সকালের দিকে আচমকা এই নগ্ন মূর্তি দেখতে পান অনেক পথচারী। পরে পুলিশের উপস্থিতিতে তেলআবিব পৌর পরিদর্শকরা ঘটনাস্থল থেকে মূর্তিটি অপসারণ করলেও কে বা কারা এটি তৈরি করেছে তা এখনও জানতে পারেনি। ঘটনাটি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখছে প্রশাসন। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেলআবিবের হাবিমা স্কয়ারে বুধবার সকালের দিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি নগ্ন মূর্তি দেখতে পায় পুলিশ। কাঠের একটি ভাঙাচোরা টেবিলের ওপর পুরো নগ্ন নেতানিয়াহুর মূর্তি এমনভাবে রাখা হয়েছে; যা দেখে অনেকের মনে হবে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসে পড়েছেন তিনি। দেশটিতে জাতীয় নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এই মূর্তি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বুধবার সকালের দিকে তেলআবিব পৌর কর্তৃপক্ষের পরিদর্শকরা মূর্তিটি রাস্তা থেকে সরিয়ে ফেলেন। এ সময় পথচারীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ব্রোঞ্জের তৈরি মূর্তিটির উচ্চতা পাঁচ মিটার এবং ওজন ছিল প্রায় ৬ টন। মূর্তিটির শরীরে লেখা রয়েছে, ‘ইসরাইলি নায়ক।’
তেলআবিবের প্রশাসন বলছে, মূর্তিটি রাস্তায় স্থাপন করায় সেটি পথচারীদের জন্য ঝুঁকি তৈরি করেছে। এছাড়া অনুমতি ছাড়া রাস্তায় স্থাপন করায় সেটি অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে তেলআবিব পুলিশ। তবে কোন শিল্পী এই মূর্তিটি তৈরি করেছেন তা এখনও জানা যায়নি। এর আগে, গত বছরের ৬ ডিসেম্বর জেরুজালেমের প্যারিস স্কয়ারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে নেতানিয়াহুবিরোধীদের মূর্তি নির্মাণ করেছিলেন তেলআবিবের শিল্পী ইতাই জালাইত। সূত্র : ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।