মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সাগরে এবার তিনটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ দাবি করেছেন। বিবিসি অনলাইনের এক খবরে গত সোমবার এ তথ্য জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদসংস্থা ইয়োনহ্যাপের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক প্রধান সোমবার বলেছেন, হোয়াংজু অঞ্চল থেকে এ তিন ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। তবে ক্ষেপণাস্ত্র তিনটি কোন শ্রেণির বা ছোড়ার পর সেগুলো কত দূর গিয়ে বিস্ফোরিত হয়েছে, সেসব নিয়ে কিছু বলা হয়নি ইয়োনহ্যাপের খবরে। উত্তর কোরিয়ার জন্য পরমাণু বা বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কিছু দিন পরপর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে দেশটি। এ নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ-উৎকণ্ঠা জানালেও উত্তর কোরিয়ার কারো কথায় কান দিচ্ছে না। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু করলে গত দুই সপ্তাহে আগে উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে সাবমেরিন থেকে পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এর আগেও কয়েক বার এ ধরনের পরীক্ষা চালিয়েছে তারা। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।