মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচনি প্রচারণায় থাকা বিজেপি নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলত্যাগীদের দুর্যোধন ও দুঃশাসন বলে উল্লেখ করেছেন তিনি। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে নন্দীগ্রামে তার বিরুদ্ধে প্রার্থী হওয়া শুভেন্দু অধিকারীকে মীরজাফর বলেও ডেকেছেন মমতা।
পূর্ব মেদিনীপুরে এক সমাবেশে মমতা বলেন, বিজেপিকে বিদায় বলুন, আমরা মোদির মুখ দেখতে চাই না। আমরা দাঙ্গা, লুট, দুর্যোধন, দুঃশাসনৃমীরজাফর চাই না। দলত্যাগী তৃণমূলীদের আক্রমণ করে মমতা বলেন, কয়েকটা গাদ্দার ছিল। তারা বিজেপিতে গিয়ে ছড়ি ঘোরাচ্ছে। অনেক অন্ধ ভালোবাসা দিয়েছি। বিনিময়ে তারা যা আমায় দিয়েছেন, তাতে এক ইঞ্চি জমি ছাড়ব না বিনা যুদ্ধে। আমি বিনাযুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়ব না। নো ভোট টু বিজেপি। সিপিএম-কংগ্রেস হলো বিজেপির সবথেকে বড় বন্ধু। বামেদের ভোট দেওয়া মানে হার্মাদদের ভোট দেওয়া। এদিন তৃণমূল নেত্রী নতুন স্লোগান হাজির করেছেন। তিনি বলেন, লুট, দাঙ্গা, মানুষ খুন/বিজেপির তিনটি গুণ। মমতা আরও বলেন, ২৭ মার্চ খেলা হবে। বিজেপিকে বোল্ড আউট হতেই হবে। সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।