Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উৎকণ্ঠা আর হতাশায় আচ্ছন্ন এশীয়-আমেরিকান সম্প্রদায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২১, ১২:১৪ এএম

কোভিড মহামারীর কারণে, বহু এশীয় ব্যাবসা-বাণিজ্য এখন সমূহ ঝুঁকির মুখে, যারা আবারো ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেনও তবে এই সঙ্কটময় দিনে, তাদের ওপর হামলা অযাচিত ও দুঃখজনক। শত শত এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জনগণ সামাজিক মাধ্যমে তাদের হতাশা, ক্রোধ ও ভীতির কথা ব্যক্ত করতে শুরু করেছেন।

আটলান্টা ভিত্তিক এশিয়ান আমেরিকান এডভোকেসি ফান্ডের নির্বাহী পরিচালক, আইশা ইয়াকুব মাহমুদ বলেন, আমার মনে হয়, তাদের তীব্র হতাশার কারণ এই যে, তাদের বিরুদ্ধে ঘৃণ্য আচরণের কথা, কর্তৃপক্ষের কাছে তারা আগেই জানিয়েছিলেন। ৮ জনকে হত্যার দায়ে অভিযুক্ত লংকে তাৎক্ষণিকভাবে দোষী সাব্যস্ত না করায় এশীয় স¤প্রদায় তাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গ্রেফতার হওয়ার পর, হত্যাকারী পুলিশকে জানায়, তার হামলা কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নয়, এর কারণ যৌনতার প্রতি তার আসক্তি। তার হাতে নিহত ৬ জন মহিলা এশীয় বংশোদ্ভূত, যারা মাসাজ পার্লারে কাজ করতেন। সূত্র : ভয়েস অব আমেরিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশীয়-আমেরিকান সম্প্রদায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ