Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে রেস্টুরেন্ট থেকে ওয়াকিটকিসহ বিপুল পরিমাণ মদ জব্দ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ৩:২৬ পিএম | আপডেট : ৩:৪৮ পিএম, ১৯ মার্চ, ২০২১

রাজধানীতে আইরিশ পাব অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ৬৫টি ওয়াকিটকি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এছাড়াও বিপুল পরিমাণ ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে এ অভিযানে পরিচালনা করা হয়।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক তানভীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর কদমতলীর নিউ জুরাইন রোডে অবস্থিত আইরিশ পাব অ্যান্ড রেস্টুরেন্টে শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।

অভিযানে বারের বিভিন্ন স্থান থেকে ৪৯৫ বোতল হুইস্কি, ১৬২ বোতল ভদকা, সাত বোতল ড্রাই জিন, তিন হাজার ৭৬৮ ক্যান বিয়ারসহ মােট চার হাজর ৪৩৩ বোতল ও ক্যান দেশি-বিদেশি মদ জব্দ করা হয়। এছাড়াও ৬৫টি ওয়াকিটকি ও বিপুল পরিমাণ ইলেকট্রনিকস সামগ্রী জব্দ করা হয়।

কাস্টমস আইন অনুযায়ী এ বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ