বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৯৯৯ এ ফোন দিয়ে রক্ষা পেলেন সেন্টমার্টিন ছেরা দিয়া থেকে ১৫ পর্যটক।১৮ মার্চ বৃহষ্পতিবার, ২০২১ বেলা ৩ টায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সন্নিকটবর্তী ছেরা দিয়ার কাছে বিকল নৌযানের আব্দুল্লাহ নামে এক পর্যটক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে জরুরী উদ্ধার সহায়তা চান।
তিনি জানান, তিনি তার পরিবারের সদস্য ৩ জন মহিলা সহ ১৫ জন সেন্ট মার্টিন থেকে একটি ইঞ্জিনচালিত নৌযান যোগে ছেরা দিয়া ভ্রমনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু ছেরা দিয়ার কাছাকাছি বঙ্গোপসাগরের একটি স্থানে তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে গেছে।
নৌযানের মাঝি প্রায় ঘন্টাখানেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারেননি। এই অবস্থায় সাগরে বিকল নৌযানে অবস্থিত পর্যটকরা ভীত ও শঙ্কিত হয়ে পড়েছে। এমন বিপদ থেকে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।
৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি সেন্টমার্টিন কোস্টগার্ডকে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
পরবর্তী সময়ে সেন্ট মার্টিন কোস্টগার্ডের লেঃ কমাণ্ডার সাদ ৯৯৯ কে ফোনে জানালে তারা একটি উদ্ধারকারী নৌযান প্রেরণ করেন এবং ৩ জন মহিলা সহ ১৫ জন পর্যটক ও বিকল নৌযানটিকে নিরাপদে সেন্টমার্টিন নিয়ে আসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।