Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

‘অতীতকে কবর’ দিয়ে পারস্পরিক সহযোগিতার আহ্বান পাক সেনাপ্রধানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১০:০৬ এএম

ইসলামাবাদ ও নয়াদিল্লিকে ‘অতীত কবর দিয়ে’ পারস্পরিক সহযোগিতার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া। ইসলামাবাদে এক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানিয়েছেন।

গত মাসে অপ্রত্যাশিতভাবেই দুই দেশ সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পর পাকিস্তানের পক্ষে এই মন্তব্য এলো।
আলোচনার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা ভারতের জন্য কতো বড় বোঝা তা জানান জেনারেল বাজওয়া। আঞ্চলিক সংঘাত অবসানে ওয়াশিংটন ভূমিকা রাখছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেছেন, ‘আমরা অনুভূব করছি, এখন অতীতকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। তবে আমাদের প্রতিবেশীকে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে, বিশেষ করে ভারত অধিকৃত কাশ্মীরে।’

ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মীর আধাআধি করে দখলে রেখেছে। তবে দুই দেশই কাশ্মীরের পূর্ণ দখল দাবি করছে। এর ফলে কাশ্মীর নিয়েই প্রতিবেশী দেশ দুটির অধিকাংশ সংঘাতের ঘটনা ঘটে। সূত্র : ডন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ