Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম ক্লাবে স্কোয়াশ শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

ঢাকার পর্ব শেষে চট্টগ্রাম ক্লাবে শুরু হয়েছে মুজিববর্ষ ইস্পাহানী স্বাধীনতা দিবস স্কোয়াশ টুর্নামেন্টের খেলা। গতকাল চট্টগ্রাম পর্বে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের জন্য লড়েছেন খেলোয়াড়রা। পাঁচটি ইভেন্টের মধ্যে পুরুষ ওপেন বিভাগে উত্তরা ক্লাবের সুমন, গুলশান ক্লাবের শহীদ, সেনাবাহিনীর শাহাদাত ও রনি এবং নারী বিভাগে সেনাবাহিনীর মারজান ও সুনিতা, চট্টগ্রাম ক্লাবের সুবিদা কোয়ার্টার ফাইনালে ওঠেছেন। অনূর্ধ্ব-১৯ পুরুষ বিভাগে উত্তরা ক্লাবের মাস্টার হামজা, সেনাবাহিনীর জাহিদ, চট্টগ্রাম ক্লাবের ইমতিয়া ও সাহিল এবং অনূর্ধ্ব-১৮ নারী বিভাগে বিএএফ শাহিন কলেজের রিয়াজুল জান্নাত ও আতিফা ইবনাত চট্টগ্রাম ক্লাবের শারিজা ও আদ্রা খেলছেন এই পর্বে। খেলোয়াড় সংখ্যা কম হওয়ায় কোয়ার্টার ফাইনাল না হয়ে লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। ক্লাব সদস্য বিভাগের কোয়ার্টার ফাইনালে খেলবেন গুলশান ও চট্টগ্রাম ক্লাবের সাজ্জাদ, ফায়াজ, ওয়ালি, ফারাজ, আলী, আবিদ, তারেক ও মিমো। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশনের সহসভাপতি সালাম ইস্পাহানী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম-ক্লাব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ